বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৬শে এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল। আর এই সফরের জন্য বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান উমর ঈমানকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৬ দলের বিপক্ষে ১৫৯ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন পাঞ্জাব কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া উমর। একই সাথে তাঁর নেতৃত্বে ৩-২তে সিরিজ জিতেছিল পাকিস্তান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এবার তাই উমরের উপরেই ভরসা রেখেছেন নির্বাচকেরা।
নির্বাচকদের এই আস্থার প্রতিদান দিতে বেশ মুখিয়েই আছেন তরুণ উমর। বাংলাদেশ সফরে নিজের সামর্থ্যের জানান আরো একবার দিতে চান তিনি। বলেছেন, 'আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে পাকিস্তানের অধিনায়কত্ব করতে পারাটা অনেক বেশি সম্মানের। আমি নির্বাচকদের প্রত্যাশা পূরণ করার জন্য আমার সাধ্যমত চেষ্টা করবো এবং তাঁদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করবো।'
এদিকে এই ১৬ সদস্যের স্কোয়াডের বাইরে আরও চার জন ক্রিকেটারকে রিজার্ভে রেখেছেন নির্বাচকেরা। তাঁরা হলেন আলি হাসান, আরহাম নওয়াব, আয়াজ শাহ এবং মুনিব ওয়াসিফ।
উল্লেখ্য বাংলাদেশ সফরে দুটি তিন দিনের ম্যাচ সহ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব ১৬ দল। ২৯শে এপ্রিল থেকে ১লা মে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম তিন দিনের ম্যাচ। এরপর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ই মে।

পরবর্তীতে তিনটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে খুলনার মাঠে। যেখানে ১০ই মে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে দুই দল। এরপর যথাক্রমে ১২ এবং ১৫ই মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
পাকিস্তান স্কোয়াডঃ
উমর ইমান (অধিনায়ক), কাসিফ আলি, আহমেদ খান, আলি আসফান্দ, আলিয়ান মেহমুদ, আমির হাসান, আসির মুঘল, ফয়সাল আকরাম, ফরহাদ খান, হাসিবুল্লাহ খান, খালিদ খান, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ ওয়াকাস, রিজওয়ান মেহমুদ, সামির সাকিব, জুবাইর শিনওয়ারি।
রিজার্ভঃ
আলি হাসান, আরহাম নওয়াব, আয়াজ শাহ, মুনিব ওয়াসিফ।
সিরিজ সূচিঃ
২৯শে এপ্রিল-১লা মেঃ তিন দিনের ম্যাচ, ফতুল্লা
৫-৭ই মেঃ তিন দিনের ম্যাচ, খুলনা
১০ই মেঃ প্রথম ওয়ানডে, খুলনা
১২ই মেঃ দ্বিতীয় ওয়ানডে, খুলনা
১৫ই মেঃ তৃতীয় ওয়ানডে, খুলনা