promotional_ad

'অধিনায়ক' ব্যানক্রফটের অতীত ভোলার মিশন

ছবি- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অতীতের কালো অধ্যায়কে ভুলে সামনে এগিয়ে যাওয়ার ব্রত বল টেম্পারিং ইস্যুর অন্যতম হোতা ক্যামেরন ব্যানক্রফটের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের নেতৃত্বভার পাওয়া এই অজি ব্যাটসম্যান নিজের ভুল উপলব্ধি করতে পেরেছেন ভালোভাবেই।


আর সেই কারণেই সবকিছু ভুলে আবারও ক্রিকেটের প্রতি মনোনিবেশ করতে চান ব্যানক্রফট। অবশ্য তিনি একাই নন, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও যথেষ্ট অনুতপ্ত বল টেম্পারিং কান্ডে। ডারহামের হয়ে মাঠে নামার আগে ব্যানক্রফট বলেছেন, 


'ক্রিকেটে বল টেম্পারিং আসলেই বড় ভুল। খেলাটির ভাবমূর্তির সাথে কিছুতেই যায় না এটি। ডেভ, স্মিথ এবং আমি কঠোরভাবে জানতে পেরেছি। আমি অনেক ভুল করেছিলাম। এটি আসলেই হতাশার এবং বেদনাদায়ক। তবে সবকিছুই এখন অতীত এবং আমি সামনের দিকে এগোতে চাই।'   



promotional_ad

গত মাসে ডারহাম ক্রিকেট ক্লাবের নতুন পরিচালক মার্কাস নর্থ ২৬ বছর বয়সী ব্যানক্রফটের কাঁধে অধিনায়কত্ব তুলে দিয়েছেন। অধিনায়কত্বের তেমন অভিজ্ঞতা না থাকলেও তাঁর প্রতি আস্থা রাখার জন্য  ডারহাম কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যানক্রফট,  


'আমি আসলেই কৃতজ্ঞ যে ডারহাম এভাবে চিন্তা করেছে। আর আমি এখন এখানে আছি। আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না, তবে প্রতিটি অধিনায়কই শুন্য থেকে শুরু করে। আমি শুধুমাত্র প্রতিটি খেলার দিকে গুরুত্ব দিতে চাই। আমার জন্য গঠনমূলক মতামত আসলেই গুরুত্বপূর্ণ,' বলেন এই অস্ট্রেলিয়ান।  


নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরেও জাতীয় দলের রাডারের বাইরে রয়েছেন ব্যানক্রফট। তবে অস্ট্রেলিয়া দলে খেলার যে লালিত স্বপ্ন তাঁর রয়েছে তাতে এতটুকুও ভাটা পড়েনি তাঁর। আর সেটি অকপটেই স্বীকার করেছেন তিনি। গত ১২টি মাস ধরে যে ভুলের মাশুল দিয়ে এসেছেন তিনি তা অতীতের হাতে ছেড়ে দিয়ে নতুনভাবে শুরু করতে ইচ্ছুক এই অজি। ব্যানক্রফটের ভাষায়, 


'আমি অস্ট্রেলিয়ার হয়ে আবারও খেলতে চাই। আমরা গত ১২ মাসে অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে গিয়েছি। আমরা এরই মধ্যে সামলে নিয়েছি এবং এই ভুল আমাদের জীবনে শক্ত প্রভাব ফেলেছে। আমি জানি আমাদের তিন জনই এভাবে চিন্তা করে।'



তিনি আরও বলেন, 'বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আমার সাথে ইস্যু থাকতে পারে। মানুষ আমার সমালোচনা করছে এবং আমি আমার সেটি প্রাপ্যও। আমি বুঝতে পেরেছি মানুষ অনেক আঘাত পেয়েছে। আমাকে এখন এগোতে হবে, ক্রিকেটকে উপভোগ করতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball