ভাগ্যের দিকে চেয়ে শাইনপুকুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সুপার লীগে খেলার প্রত্যাশায় একরকম ভাগ্যের দিকে চেয়ে আছে আফিফ হোসেনের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দিন মাঠে নামছে দলটি।
প্রতিপক্ষ মাহিদুল ইসলাম অঙ্কনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এগারতম রাউন্ডের ম্যাচটিতে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে শাইনপুকুর। দশ ম্যাচের চারটিতে নিতে নয় পয়েন্ট নিয়ে আছে তাঁরা।

ছয় নম্বরে ও সাত নম্বরে আছে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুই দলেরই পয়েন্ট দশ। বৃহস্পতিবার দিন পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে এই দুই দলও।
সেক্ষেত্রে মোহামেডান যদি বিকেএসপির কাছে হারে এবং গাজী গ্রুপ যদি প্রাইম ব্যাংকের কাছে হারে, আর এদিকে খেলাঘরকে হারিয়ে দিতে পারে শাইনপুকুর, তবে শেষ হাসি হাসবে শাইনপুকুরই।
পয়েন্ট তালিকার ছয়ে গিয়ে শেষ মুহূর্তে সুপার লীগ নিশ্চিত করতে পারবে তাঁরা। এদিকে খেলাঘরের সুপার লীগের স্বপ্ন আগেই শেষ। দশ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার দশম স্থানে আছে দলটি।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।