promotional_ad

সুপার লীগের স্বপ্ন পূরণ হবে ইমরুলদের?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে প্রাইম ব্যাংক এবং গাজি গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। 


এই ম্যাচে মাঠে নামার আগে পয়েন্টের দিক থেকে গাজি গ্রুপের থেকে অনেকটাই এগিয়ে আছে আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। বর্তমানে ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে টেবিলের তৃতীয়তে অবস্থান করছে প্রাইম ব্যাংক। এরই মধ্যে সুপার লীগ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে তারা। 


আর সমান সংখ্যক ম্যাচ খেলে ৫টিতে জয়ের দেখা পেয়েছে ইমরুল কায়েসের দল গাজি গ্রুপ। টেবিলে তারা রয়েছে সপ্তম স্থানে। সুতরাং সুপার লীগে যেতে হলে আগামীকালের ম্যাচে তাদের জয় পেতেই হবে। একই সাথে তাকিয়ে থাকতে হবে বিকেএসপি বনাম মোহামেডানের মধ্যকার ম্যাচটির দিকেও। বিকেএসপিরর বিপক্ষে মোহামেডান হেরে গেলে ষষ্ঠতে উঠে আসবে গাজি গ্রুপ।  


এদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছিল গাজি গ্রুপ। সুতরাং এদিক থেকে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে তারা। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেষ ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল বিজয়ের প্রাইম ব্যাংক। ফলে আগামীকাল এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকছে তারা। তবে এরপরেও তাদের পরাজিত করা বেশ কঠিনই হবে গাজি গ্রুপের জন্য।



promotional_ad

কারণ প্রাইম ব্যাংক দলটির হয়ে অধিনায়ক বিজয় ছাড়াও দারুণ ফর্মে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক এবং ভারতীয় রিক্রুট অভিমন্যু এসওয়ারান। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৬.৩৩ গড়ে ৫০৭ রান সংগ্রহ করেছেন বিজয়। যেখানে হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি।


বিজয়ের পাশাপাশি এসওয়ারান ৭ ম্যাচে করেছেন ৪৯৬ রান। ৭০.৮৫ গড়ে রান করা এই ভারতীয় হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরি। এছাড়াও বল হাতে দারুণ খেলছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। ১০ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি এখন পর্যন্ত। যেখানে তাঁর ইকোনমি রেট ৪.৬৭। 


অবশ্য পারফর্মেন্সের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই গাজি গ্রুপের ক্রিকেটার্সরাও। দলটির পক্ষে বল হাতে দারুণ ফর্মে আছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। ১০ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন তিনি এখন পর্যন্ত। সুতরাং আগামীকাল তাঁর বিপক্ষে পরীক্ষা দিতে হতে পারে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের। 


গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ


রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস (অধিনায়ক), মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রাসূল।



প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: 


আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, আনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মো: আল আমিন হোসেন (জুনিয়র), মনির হোসেন খান, মো: সালমান হোসেন ইমন, নূর আলম সাদ্দাম, ইমরান আলী, অভিমন্যু এসওয়ারান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball