সুপার লীগের প্রত্যাশায় নামছে মোহামেডান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শেষ রাউন্ড। কিন্তু এখনও নিশ্চিত হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুপার লীগ যাত্রা। বৃহস্পতিবার দিন নিশ্চিত হতে পারে দলটির সুপার লীগ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় রকিবুল হাসানের মোহামেডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

আপাতত দশ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। কিন্তু সমান ম্যাচে সমান জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে সাত নম্বরে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বৃহস্পতিবার দিন মাঠে নামছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে যদি জিতে যায় তাঁরা, আর এদিকে বিকেএসপির বিপক্ষে যদি হেরে যায় মোহামেডান, তাহলে সুপার লীগে খেলা হবে না মোহামেডানের।
যদিও প্রতিপক্ষের বিচারে মোহামেডানের সুপার লীগে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু দশ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের এগারতম স্থানে থাকা বিকেএসপি যদি কোনোভাবে জিতে চায় তাহলেই জমে উঠবে পয়েন্ট টেবিল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।