promotional_ad

রোহিত-গেইলের ফর্মহীনতা ভাবাচ্ছে মুম্বাই-পাঞ্জাবকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি থেকে ফিরে পর পর দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে ওপেনার লোকেশ রাহুল এবং পেসার স্যাম কারান আছেন ভালো ছন্দে। পয়েন্ট টেবিলেও অবস্থান তিন নম্বরে। সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সকে টপকে যাওয়ার।


পাঞ্জাবের সামনে যেমন টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ রয়েছে তেমনি মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে বড় সুযোগ কিংস ইলেভেনকে পেছনে ফেলে টেবিলের তিনে ওঠে আসার। কিন্তু অধিনায়ক রোহিত শর্মার ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলছে তাদের। এখন অবধি পাঁচ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলতে সক্ষম হয়েছেন রোহিত।


মুম্বাইয়ের স্বস্তি দলটির বোলিং ইউনিটের পারফর্মেন্স। আলজারি জোসেফের দুর্দান্ত আইপিএল অভিষেক, জাসপ্রিত বুমরাহ এবং মালিঙ্গার জুটি সব মিলিয়ে শক্তিশালী বোলিং ইউনিট নিয়েই পাঞ্জাবকে টক্কর দিতে চাইবে রোহিত শর্মার দল।  



promotional_ad

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছে দুই দল।


আসরের প্রথম দেখায় শেষ হাসি হেসেছিল পাঞ্জাব। ঘরের মাঠে মুম্বাইকে ৮ উইকেটে হারিয়েছিল তারা। সেই ম্যাচে পাঞ্জাবের দুই ওপেনার ক্রিস গেইল এবং লোকেশ রাহুল মিলেই দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।


তবে প্রথমবারের দেখায় হারের প্রতিশোধ নিতে চাইবে মুম্বাই। আর ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি চেষ্টা থাকবে তাদের। সেই সঙ্গে বোলিং ইউনিট যে ফর্মে রয়েছে তাঁতে পাঞ্জাবকে জিততে হলে বাড়তি কিছুই করতে হবে।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য হালকা হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে দলপতি রোহিত শর্মার। তাই এই ম্যাচে তাঁর খেলার ব্যাপারে জানতে অপেক্ষা করতে হবে শেষ মিনিট পর্যন্ত। বোলিং ইউনিটে শক্তি বাড়াতে দলে আবারও যোগ দিয়েছেন লাসিথ মালিঙ্গা। তাই একাদশে পরিবর্তন আসতে পারে মুম্বাই দলে।



অন্যদিকে পাঞ্জাবের দুশ্চিন্তা গেইলের রান না পাওয়া এবং মিডেল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলারের বাজে ফর্ম। গেইল ব্যাটে হাতে শেষ দুই ম্যাচে ৫, এবং ১৬ রানের ইনিংস খেলেছেন। মিলার শেষ দুই ম্যাচে ৬ এবং ১ রান সংগ্রহ করেছেন। মিলারের বদলি হিসেবে অলরাউন্ডার ময়সেস হেনরিক্সকে দলে ভেড়াতে পারে পাঞ্জাব। এছাড়া বাকি আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই দলে। 


মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক) কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, আলজারারি জোসেফ, জাসপ্রিত বুমরা, জেসন বেহরেনডর্ফ /লাসিথ মালিঙ্গা।


কিংস ইনিংস পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার/মোয়েসেস হেনরিকস, মানদিপ সিং, স্যাম কারান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, অঙ্কিত রাজপুত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball