রূপগঞ্জের উড়ন্ত সূচনা, নাঈমের অর্ধশতক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। উত্তরার দেয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।
রূপগঞ্জের উড়ন্ত সূচনাঃ
ছোটো লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ নাঈম ও মেহেদী মারুফ। এই দুজনের ওপেনিং জুটি অক্ষত আছে ৮৮ রানে। অর্ধশতক তুলে নিয়ে নাঈম অপরাজিত আছেন ৫৭ রান করে।
প্রথম ইনিংস বিবরণঃ
এদিকে, এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে রুপগঞ্জের জার্সিতে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। যদিও ১০ ওভারের কোটা পূরণ করেন নি তিনি। বোলিং করেছেন মাত্র ৫ ওভার, রান দিয়েছেন ৩৬।

অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারিয়ে বসে উত্তরা স্পোর্টিং ক্লাব। সেখান থেকে দলের হাল ধরেছেন আনিসুল ইসলাম ইমন এবং শানাজ আহমেদ।
তবে হাল ধরার পরও ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা। ফিফটি হাঁকিয়ে ইমন সাজঘরে ফিরে যাওয়ার পর উত্তরাকে চেপে ধরে রুপগঞ্জ। দলীয় ৯০ থেকে ৯৪ রানের মধ্যে আরও ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসেন তাঁরা।
৯৪ রানে ৪ উইকেট হারানো উত্তরার পক্ষে এখন লড়াই চালিয়ে যাচ্ছেন মিনহাজুল আবেদিন এবগ শখীর আহমেদ। তবে এই দুজনও ইনিংসের শেষ ভাগে এসে উইকেটে ফিরেছেন দ্রুত।
শেষ পর্যন্ত রুপগঞ্জ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৮০ রানের পুঁজি তুলতে সক্ষম হয় দলটি। মিনহাজুল আবেদিন ৩৭ এবং সখীর হোসেন ৩৩ রান নিয়ে সাজঘরে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ১৮০/৮ (৫০ ওভার)
(ইমন ৫৫) (নাবিল সামাদ ৩/২৯)
রূপগঞ্জঃ ৮৮/০ (২২ ওভার)
(নাঈম ৫৭*, মারুফ ২৬*)