ম্যাচ জিতলেও অসন্তুষ্ট ধোনি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফের চিন্দাম্বরাম স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। ব্যাঙ্গালুরুর ম্যাচের পর এবার কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে উইকেটের আচরণে অসন্তুষ্ট ছিলেন তিনি। জানিয়েছেন, এমন মন্থর উইকেটে খেলতে চায় না তাঁর দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে এমন ধরণের উইকেটেই খেলা হয়েছিল। যেখানে ৭০ রানে অলআউট হয়েছিল ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু। স্বল্প এই লক্ষ্য তাড়া করতে ১৮ ওভার পর্যন্ত খেলতে হয়েছে চেন্নাইকে।
সে ম্যাচ শেষেও চেন্নাইয়ের উইকেটের সমালোচনা করেছেন ধোনি এবং কোহলি। কিন্তু একই চিত্র দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও। ২০ ওভারে মাত্র ১০৮ রানে সংগ্রহ করতে সক্ষম হয়েছে কলকাতা।

যদিও জিতেছে চেন্নাই তবে ব্যাটসম্যানদের এমন উইকেটে ব্যাটিং করা খুবি কঠিন জানেন ধোনি। ম্যাচ শেষে ঘরের মাঠের উইকেটের আচরণ নিয়ে সমালোচনার সুরে ধোনি বলেন,
'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচের মতো ছিল। আমাদেরও উইকেটের আচরণ সম্পর্কে জ্ঞান ছিল না কিন্তু তবুও আমরা জয় পেয়েছি। ডুয়াইন ব্রাভোকে হারানো আমাদের দলের কম্বিনেশন তৈরি করতে সমস্যায় ফেলছে। কারণ আমরা একজন অলরাউন্ডার হারিয়েছি।
'ডেভিড উইলিও এখানে নেই, তাই আমরা সরাসরি পরিবর্তন করতে পারি না। যদি আমরা সেদিকে নজর দেই তাহলে এটা আমাদের জন্য ভালো উইকেট। কিন্তু আমার মনে হয় না আমরা কেউই এমন উইকেটে খেলতে চাইব, কারণ এখানে খুব কম রানের ম্যাচ হয়।
'ব্যাটসম্যানদের জন্য উইকেটটি অনেক কঠিন। এমন উইকেটে আগে ব্যাটিং করা অনেক বেশি কষ্টসাধ্য। যখন শিশির পড়া শুরু করে তখন কিছুটা ব্যাটিং সহজ হয় দ্বিতীয় ইনিংসে।'
অধিনায়ক ধোনির সাথে একমত পোষণ করেছেন বল হাতে ৩ উইকেট নেয়া চেন্নাই পেসার দীপক চাহারও। উইকেটের এমন আচরণের কারণ চেন্নাইয়ের কন্ডিশন, জানিয়েছেন চাহার। শত চেষ্টা সত্ত্বেও এখানে ভালো উইকেট বানাতে বার বারি ব্যর্থ হচ্ছেন পিচ কিউরেটররা। চাহারের ভাষায়,
'আমি খুশি যে ভালো পারফর্ম করেছি কিন্তু অবশ্যই আমরা ভালো উইকেট চেয়েছি। কেউি এমন উইকেটে খেলতে চাইবে না। উইকেটের এমন আচরণের কারণ মাটির ধরণ এবং তাপমাত্রা। এখানে অনেক গরম এবং পিচ কিউরেটররা যথাসাধ্য চেষ্টা করেছেন ভালো উইকেট তৈরি করতে। কিন্তু দিন শেষে কিছুি কাজে আসে না।'