মোসাদ্??েকের লড়াকু সেঞ্চুরি, আবাহনীর রক্ষা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড। বিকেসপিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শেখ জামাল।
মোসাদ্দেকের লড়াকু সেঞ্চুরিঃ
দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে উইকেটে নেমে একাই লড়াই চালিয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি দলকে লড়াই করার মত পুঁজি এনে দিয়েছেন তিনি।
দলীয় ১৪ রানে ৪ উইকেট হারানো আবাহনী মোসাদ্দেকের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত পুঁজি পেয়েছে ২১১ রানের। ১৩৯ বলে ১০১ রানের অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে দলের মান বাঁচিয়েছেন তিনি।
মোসাদ্দেকের ফিফটিঃ

দলের বিপদে একাই রুখে দাঁড়িয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। টপ এবং মিডেল অর্ডারের ব্যর্থতার দিনে নীচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেয়ার পাশাপাশি দলকে দেড়শো রানের পুঁজি এনে দিয়েছেন ইতিমধ্যে।
ব্যর্থ মিডেল অর্ডারঃ
১৪ রানে ৪ উইকেট হারানো আবাহনীর পক্ষে হাল ধরেন মোহাম্মাদ মিঠুন এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এই জুটিতে দুজন মিলে ৬০ রান যোগ করলেও ব্যক্তিগত ৩৩ রানে ইলিয়াস সানির অলে বিদায় নেন মিঠুন।
খানিকপর ৮ রান করা সাইফুদ্দিনও ফিরে যান ডাগাউটে। ১০০'র আগে ৬ উইকেট হারালেও দলের পক্ষে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
নাসিরের ঘূর্ণিঃ
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটে ভালো হয় নি আবাহনী লিমিটেডের। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই সালাউদ্দিন শাকিলের বলে বোল্ড হয়ে বিদায় নেন জহুরুল ইসলাম অমি।
শুরুতে উইকেট হারানো আবাহনী বড় বিপদে পড়ে ইনিংসের ষষ্ঠ ওভারে। বোলিংয়ে এসে এক ওভারে তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান নাসির হোসেন। এমনকি হ্যাট্রিকয়ের সুযোগও তৈরি করেছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী লিমিটেডঃ ২১১/৯ (৫০ ওভার)
(মোসাদ্দেক ১০১*) (নাসির ৩/২৪)