উত্তরার শুভ সূচনা, খেলছেন তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে হেরে এখন ব্যাট করছে উত্তরা স্পোর্টিং ক্লাব।
এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে রুপগঞ্জের জার্সিতে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। যদিও এখন পর্যন্ত কোন সফলতা পান নি তিনি। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২৫ রান।

অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারিয়ে বসে উত্তরা স্পোর্টিং ক্লাব। সেখান থেকে দলের হাল ধরেছেন আনিসুল ইসলাম ইমন এবং শানাজ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ৯০/১ (২৩ ওভার)
(ইমন ৫৫*, শানাজ ২৭*)