রূপগঞ্জের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের শেষ ম্যাচেই আবাহনী লিমিটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেন নাঈম ইসলামের লিজেন্ডস অফ রূপগঞ্জ। এবার শীর্ষস্থান ধরে রেখে সুপার লীগে খেলার সুযোগ রূপগঞ্জের সামনে।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শেষ রাউন্ডে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে দলটি। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত খেলা দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে রূপগঞ্জ। দ্বিতীয়তে থাকা আবাহনী জয় পেয়েছে দশটির মধ্যে আটটিতে।
রূপগঞ্জের বিপক্ষে বুধবার নামতে যাওয়া উত্তরা আছে পয়েন্ট তালিকার তলানিতে। দশটি ম্যাচের মধ্যে মাত্র দুইটি ম্যাচে জয়োল্লাস করতে পেরেছে দলটি।
একইদিনে সাভারে মাঠে নামছে আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উত্তরা যদি কোনভাবে রূপগঞ্জকে থামিয়ে দেয়, অপরদিকে আবাহনীও যদি জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে জায়গা বদল করতে হতে পারে আবাহনী ও রূপগঞ্জকে।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।