promotional_ad

চোখ রাঙ্গিয়ে ভীতি ছড়ান রাসেল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল চলতি আইপিএলে প্রতিপক্ষের বোলারদের ত্রাস হয়ে উঠেছেন। এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাটে ব্যাটিং করার সুযোগ পাওয়া এই অলরাউন্ডারের স্ট্রাইক রেট আড়াইশোর উপর। 


১৯ বলে ৪৮, ১৭ বলে ৪৮, ২৮ বলে ৬২, ১৩ বলে ৪৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরুর বিপক্ষে দলকে একাই জিতিয়েছেন রাসেল। ব্যাট হাতে উইকেটে নেমে প্রথম বল থেকেই চওড়া হয়েছেন বোলারদের ওপর।



promotional_ad

নিজের উপস্থিতি জানান দিয়েছেন চোখে চোখ রেখে। বোলারদের ভীতির কারণ রাসেলই নিজ মুখে স্বীকার করেছেন উইকেটে নেমে তাঁর কার্যক্রমের কথা। 'যখন ব্যাটিং করতে নামি তখন বোলারের চোখের দিকে তাকিয়ে বুঝিয়ে দেই যে আমি ক্রিজে এসেছি', বলেছেন তিনি।


মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার তুরুপের তাস রাসেল। গেল আসরে চেন্নাইয়ের বিপক্ষে জ্বলে উঠেছিল তাঁর ব্যাট। ৩৬ বলে ৮৮ রানের সেই ইনিংসে হাঁকিয়েছেন ১১ ছক্কা।


চেন্নাই অবশ্য রাসেলের ব্যাটিং নিয়ে চিন্তত নন। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং মনে করছেন রাসেল ছাড়াও কলকাতার শিবিরে আরও ক্রিকেটার আছেন যারা ম্যাচের মোড় পাল্টে দিতে পারেন। ফ্লেমিং জানান, 



'কলকাতার বিপক্ষে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শুধু রাসেলের দিকে মনোযোগ দিলেই হবেনা ক্রিস লিন, রবিন উথাপ্পা বা দিনেশ কার্ত্তিকদের মতো ক্রিকেটারদের দিকেও মনোযোগ দিতে হবে। তা না হলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন আপনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball