আসগরকে আবার অধিনায়ক দেখতে চান ভন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে আফগানিস্তান দলের অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে দেয়া হয়েছে অধিনায়কের পদ থেকে। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক মাইকেল ভন মনে করেন আবারও আসগরকে অধিনায়ক পদে ফিরিয়ে আনা উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তিনি মনে করেন আসগরকে আবার ফিরিয়ে এনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমা চাওয়া উচিত।

তিনি মনে করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বলা উচিত, 'দুঃখিত ভুল হয়ে গেছে, তুমি আবার অধিনায়ক।'
বিশ্বকাপের মতো বড় আসরের আগে এই সিদ্ধান্তটিকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না ভন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধন্তকে পাগলাটে বলে আখ্যা দিয়েছেন তিনি।
'কিভাবে আপনি অধিনায়ককে বাদ দিয়ে বিশ্বকাপে যাবেন। যেখানে মাত্র এক মাস বাকি বিশ্বকাপ শুরু হওয়ার। এটা একদম পাগলাটে (সিদ্ধান্ত)।'
গত শুক্রবার আসগরকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডের অধিনায়ক করেছে আফগানিস্তান। তাছাড়া, টেস্টের জন্য রহমত শাহ ও টি-টুয়েন্টির নেতৃত্বভার দেয়া হয়েছে রশিদ খানকে।