promotional_ad

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের টিকেট বিক্রি শুরু বুধবার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আইসিসি বিশ্বকাপের মূল আসরের ৫০ আগে প্রস্তুতি ম্যাচের টিকেট বিক্রি শুরু হচ্ছে। আগামী বুধবার (১০ এপ্রিল) থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের টিকেট পাওয়া যাবে।


সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকেট বিক্রির খবর নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আগামী ২৪ থেকে ২৮ মে পর্যন্ত দশটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মূল আসরে অংশ নেয়া প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার সুযোগ পাবে।



promotional_ad

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে। ব্রিস্টল, কার্ডিফ, হ্যাম্পশায়ার ও ওভালে মাঠে গড়াবে ম্যাচগুলো। অবশ্য ম্যাচগুলোকে অফিশিয়াল ম্যাচের মর্যাদা দেয়নি আইসিসি।


প্রস্তুতি ম্যাচের টিকেটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ১৫ পাউন্ড, সর্বোচ্চ ৩০ পাউন্ড । আয়োজকরা বিশেষ সুবিধা দিচ্ছে ক্ষুদে ক্রিকেট দর্শকদের। ১৬ বছরের কম বয়সিরা টিকেট পাবে মাত্র ১ পাউন্ডে।


টিকেট কিনতে হবে বিশ্বকাপের নিজস্ব ওয়েবসাইট থেকে। তাছাড়া, ম্যাচের দিন মাঠের বাইরেও টিকেটের ব্যবস্থা থাকবে। তবে এর জন্য বাড়তি ৫ পাউন্ড দিতে হবে দর্শকদের।


২৬ মে কার্ডিফে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এরপর ২৮ মে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার দল।



এই ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫ পাউন্ড আর সর্বোচ্চ ২ পাউন্ড। প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball