পরিসংখ্যানে এগিয়ে চেন্নাই, কলকাতার অনুপ্রেরণা রাসেলের ফর্ম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার চলতি আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছে দুইদলই। চেন্নাই এবং কলকাতা এখন পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে।
চেন্নাইয়ের সামনে রয়েছে টেবিলের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ। অন্যদিকে কলকাতার সামনে রয়েছে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। তাই টেবিলের টপ টু'র এই লড়াই দুই দলের কাছে সমান গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

তবে চেন্নাইয়ের জন্য বড় হুমকি হতে পারেন কলকাতার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবারের আইপিএলে ব্যাট হাতে অসাধারণ ফর্মে থাকা এই ক্যারিবিয়ান এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন।
গেল আসরে চেন্নাইয়ের বিপক্ষে খেলেছিলেন ৩৬ বলে ৮৮ রানের ইনিংস। সেই ইনিংস রাসেলকে এই ম্যাচেও অনুপ্রেরণা দিবে বড় ইনিংস খেলার বা শেষের দিকে ক্যামিও ইনিংস খেলার।
এছাড়া নাইট রাইডার্স শিবিরে এই ম্যাচে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দলের ব্যাটসম্যান-বোলাররা সবাই রয়েছেন ফর্মে। বিদেশীরাও দুর্দান্ত পারফর্ম করছেন। তাই অধিনায়ক দিনেশ কার্ত্তিক স্বস্তিতে থেকেই মাঠে নামবেন।
চেন্নাই শিবিরে অবশ্য দুশ্চিন্তা তাঁদের দলের মিডেল অর্ডার। সুরেশ রায়না-আম্বাথি রায়ুডুরা এখনও বড় কোন কিছু করতে পারেন নি। তাই অধিনায়ক ধোনি চাইবেন কলকাতার বিপক্ষে তাঁর দলের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা যেন জ্বলে উঠে।
যদিও পরিসংখ্যান এবং পারফর্মেন্সের বিবেচনায় কলকাতার চেয়ে এগিয়ে থাকবে চেন্নাই। কারণ দুই দলের শেষ আট দেখায় ৬ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অম্বতি রাইয়ুডু, কেদার জাদভ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্কট কুগলেজিন, দীপক চহর, হরভজন সিং, ইমরান তাহির
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ সুনিল নারাইন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, দিনেশ কার্ত্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিয়ুষ চাউলা, কুলদিপ যাদব, হ্যারি গারনি, প্রসিদ্ধ কৃষ্ণ