promotional_ad

'রাবাদা' হওয়ার প্রয়োজন দেখছেন না সাইফুদ্দিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বলের গতি নয়, বরং লাইন এবং লেন্থের দিকে বেশি গুরুত্ব দিলে সাফল্য অর্জন করা সম্ভব বিশ্বাস জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের।


বিশেষ করে কাগিসো রাবাদাদের মতো খেলোয়াড়েরা যে গতিতে বোলিং করেন তেমনটা করার খুব বেশি প্রয়োজন দেখছেন না তিনি। আর এই উপদেশ তিনি পেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে।



promotional_ad

১৩০ এর ঘরে বল করেও লাইন এবং লেন্থ ঠিক রাখতে পারলে ভালো কিছু আশা করা যায় বলে মনে করেন সাইফুদ্দিন।  সাইফুদ্দিনের ভাষায়,  


'আসলে চাপের (বিশ্বকাপে খেলা) কিছু নেই। মাশরাফি ভাই সবসময় বলে, যে যত বেশি আত্মবিশ্বাসী সে তত সাফল্য পাবে। আমরা রাবাদাদের মতন ১৫০ এ বল করতে পারব না। আমরা ১৩০ এর ঘরে লাইন লেন্থ মেপে, সুইং করতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।'


আইসিসি ইভেন্টের উইকেট ব্যাটিং সহায়ক থাকায় পেসারদের জন্য ইংল্যান্ডের মাটিতে ভালো করা চ্যালেঞ্জের হবে, মতামত সাইফুদ্দিনের। তার ওপর এখানে অংশ নিবে বিশ্বের সেরা ব্যাটসম্যানেরা। সুতরাং স্বভাবতই কিছুটা চাপে থাকবেন বোলাররা। তবে এই চ্যালেঞ্জ নিতে যথেষ্ট প্রস্তুত জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার,   



'আইসিসি ইভেন্টে উইকেট একটু ব্যাটিং সহায়ক হয়। ৩০০ বা ২৯০ এমন রান হয়। আর খেলেছি ঠিক আছে, একই আবহাওয়া, একই কন্ডিশন, কিন্তু প্রতিপক্ষ আলাদা ছিল। কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে। যেহেতু বিশ্বের সব সেরা ব্যাটসম্যানরা খেলবে। তবে এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আমি,' বলেছেন সাইফুদ্দিন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball