সুপার লীগে প্রতিশোধ নিবে আবাহনী

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে গত ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হওয়াটা খুব বেশি হতাশ করছে না আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। সুপার লীগ পর্বে মুখোমুখি হয়ে এর প্রতিশোধ নিতে চান তিনি।
একটি ম্যাচে পরাজয়কে তেমন বড় করেও দেখছেন না সাইফুদ্দিন। তাঁর বিশ্বাস সুপার লীগে নিজেদের শক্তিমত্তা দিয়ে রুপগঞ্জকে পরাজিত করার যথেষ্ট ক্ষমতা রাখে আবাহনী।প্রতিশোধের স্পৃহা থেকে সাইফুদ্দিন বলেছেন,

'আসলে ম্যাচে না হারলে তো টুইস্ট হয় না। এটা খুব বেশি না, মাত্র দুই পয়েন্ট। ওদের সাথে আমাদের আরেকটা ম্যাচ হবে সুপার লীগে। প্রথমটায় হেরেছি, আশা করি পরেরটায় জিতব। আর সুপার লীগে মোটামুটি সব গুলো দলই ভালো। একে অন্যকে হারানোর ক্ষমতা রাখে। আমরা যদি ব্যাক টু ব্যাক চার-পাঁচটা ম্যাচ জিতে যাই, তাহলে আবার রেসে চলে আসব।'
রুপগঞ্জের থেকে মাত্র দুই পয়েন্ট কম আবাহনীর। তার ওপর সুপার লীগের পাঁচটি ম্যাচ সহ আরও বাকি আছে মোট ছয়টি ম্যাচ। ফলে আত্মবিশ্বাসে এখনও তেমন ভাটা পড়েনি সাইফুদ্দিনের। ভালোভাবে কামব্যাক করতে পারলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু হবে না জানিয়ে তিনি বলেছেন,
'ক্রিকেটে সবাই একটা বাজে দিন পার করেছি। এটা নিয়ে আমরা চিন্তিত না। আমরা যেহেতু ছয়টা ম্যাচ আছে, সুপার লীগের পাঁচটা সহ। আমরা খুব একটা দূরে নেই। রূপগঞ্জ থেকে মাত্র দুই পয়েন্ট দূরে আছি আমরা। আমরা যদি ভালো কামব্যাক করি, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার।'