promotional_ad

লারার অভিষেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আইপিএল দিয়ে প্রথমবারের মতো ধারাভাষ্যে পা রেখেছেন উইন্ডিজ ক্রিকেট লিজেন্ড ব্রায়ান চার্লস লারা। রবিবার কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয় তাঁর।  


২০০৭ সালে ঘরের মাঠে উইন্ডিজ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ব্রায়ান লারা। এরপর ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ভাবে সংযুক্ত থাকলেও ধারাভাষ্যে আসা হয় নি তাঁর।


কিন্তু গেল রবিবার ধারাভাষ্যে প্রথম বারের মত দেখা যায় সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যানকে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন গ্রায়েম স্মিথ,কেভিন পিটারসেন এবং ডিন জোন্সরা। 



promotional_ad

লারার ধারাভাষ্যে অভিষেকের দিন অবশ্য ব্যাট হাতে রান পেয়েছেন সম্প্রতি ১ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান স্টিভ স্মিথ। স্মিথের ফিফটি হাঁকানো ইনিংস নিয়ে লারা জানান,


'খুব ভাল ইনিংস খেলেছে স্মিথ। অনেকেই হয়তো মনে করবেন, মাত্র তিন উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি কেন তুলতে পারল না রাজস্থান। কিন্তু আমি বলব, এ ধরনের পিচের জন্য আদর্শ ইনিংস উপহার দিয়েছে স্মিথ।'


১৯৯০ সালে টেস্টে অভিষেক হয় ব্রায়ান লারার। দেশের হয়ে ১৩১টি টেস্টে ১১৯৫৩ রান করেছেন তিনি। টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও নিজের দখলে রেখেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।


টেস্ট ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে একই সাথে ১০০,২০০,৩০০ এবং ৪০০ রানের ইনিংস খেলার কীর্তি রয়েছে তাঁর। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ৫০১ রানের ইনিংস রয়েছে লারার। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন তিনি। 



ওয়ানডেতেও অনেক কীর্তি রয়েছেন উইন্ডিজ এই সাবেক অধিনায়কের। ২৯৯টি ম্যাচে দেশের হয়ে করেছেন ১০৪০৫ রান। ১৯৯০ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিলো তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball