promotional_ad

রূপগঞ্জকে তাসকিনের ধন্যবাদ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ডিপিএলের সুপার লীগ রাউন্ডের আগে লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বেশ খুশি জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বুধবারের ম্যাচে মাঠে নামার আগে ধন্যবাদ জানিয়েছেন রুপগঞ্জ কর্তৃপক্ষকে।


ডিপিএলের সুপার লীগ রাউন্ড থেকে মাঠে নামার কথা ছিল তাসকিনের। তবে তার আগেই তাঁকে খেলার সুযোগ করে দিচ্ছে রুপগঞ্জ। আর সেই কারণে সন্তুষ্ট এই পেসার। ইনজুরি থেকে সম্প্রতি উঠে আসার পর তেমন অনুশীলনের সুযোগ পাননি তাসকিন। ফলে যথেষ্ট সন্দিহান ছিলেন নিজের খেলার ব্যাপারে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 


 'আমি রুপগঞ্জকে নিশ্চিত করার আগে আরও কয়েকটা দলকে ফোন করেছিলাম। সবাই সুপার লীগ থেকে খেলাতে চাইছিল। তো আমি খুশি যে রূপগঞ্জ আমাকে এই সাপোর্টটা দিয়েছে। কারণ কাল থেকে খেলাতে রাজি হয়েছে। কারণ আমি ইনজুরি থেকে আসছি। অনেক দল চিন্তিত ছিল যে, আমি ইনজুরি থেকে এসেছি, এখনই খেলাবে কিনা, কয়েকটা দিন দলের সাথে থাকার পর প্র্যাকটিস করায়ে খেলাবে। রূপগঞ্জকে এই জন্য থ্যাংকস সে ওরা কাল থেকে খেলাতে রাজি হয়েছে।'



promotional_ad

ডিপিএলে খেলার জন্য বেশ কিছুদিন থেকে পরিশ্রম করে আসছেন তাসকিন। অবশেষে সেই সুযোগ সৃষ্টি হওয়ায় স্বভাবতই আপ্লুত তিনি। এখন তাঁর লক্ষ্য সুস্থ থেকে ভালো পারফর্ম করা। তাসকিনের ভাষায়, 


'এটাই (ডিপিএল খেলা) আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার পারমিশন পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।'


দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে তাসকিন। গত বিপিএলে পায়ের চোটে পড়া এই পেসার অবশ্য এরই মধ্যে ফুল রান আপে বোলিং করা শুরু করেছেন। আর এক্ষেত্রে এখন পর্যন্ত তেমন সমস্যাও বোধ করেননি তিনি। আর সেই কারণে বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছে তাঁকে। তাসকিন বলেছেন, 


'আগামীকাল ম্যাচ হবে। এর আগে আমি ফুল রান আপে তিনটি সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। যদিও আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।'



পুরোপুরি ফিট না থাকলে যে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সম্ভব হবে না সেটি বেশ ভালোই জানা আছে তাসকিনের। আর সেই কারণে কিছুটা চাপ কাজ করছে তাঁর। পূর্ণ ফিটনেস অর্জনের লক্ষ্য নিয়ে এগোতে চাওয়া তাসকিন বলেছেন, 


'চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলেই সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে সুযোগ পাব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball