শেন ওয়ার্নারের বিশ্বকাপ স্কোয়াড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নিজের পছন্দের ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করেছেন কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাঁর এই স্কোয়াডে রেখেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে।
তবে এই দল থেকে বাদ পড়েছেন উসমান খাওয়াজা এবং পিটার হ্যান্ডসকম্ব। অপরদিকে ওয়ার্নার ছাড়াও দ্বিতীয় ওপেনার হিসেবে ওয়ার্ন রেখেছেন ডারসি শর্টকে। আর দলটির অধিনায়কত্ব তিনি দিয়েছেন অ্যারন ফিঞ্চকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে ওয়ার্ন লিখেছেন, 'মনে রাখবেন ইংল্যান্ডের কন্ডিশন মোটেই ভারত কিংবা আরব আমিরাতের মতো নয়। সুতরাং নির্বাচকদের জন্য দল সাজানো কঠিন হবে। কিছু ক্রিকেটার ফর্মে থাকার পরেও বাদ পড়তে পারে।'
স্কোয়াডটিতে মোট চার জন স্পেশালিস্ট পেসারকে রেখেছেন ওয়ার্ন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ছাড়াও বাকি দুই পেসার হিসেবে থাকছেন ২২ বছর বয়সী ডানহাতি ঝেই রিচার্ডসন এবং নাথান কোল্টার নাইল।
অপরদিকে স্পিনারদের মধ্যে কিংবদন্তী এই লেগ স্পিনারের পছন্দ অ্যাডাম জাম্পা এবং নাথান লায়নকে। আর অলরাউন্ডার হিসেবে দলটিতে আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস। স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ওয়ার্ন বাছাই করেছেন অ্যালেক্স ক্যারিকে।
শেন ওয়ার্নের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডঃ
ডারসি শর্ট, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, শন মার্শ, নাথান লায়ন, অ্যাস্টন টার্নার, নাথান কোল্টার নাইল।