আবারও সেরা উইকেট শিকারি ফরহাদ রেজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্যই শেষ হয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দশম রাউন্ড। আর এই রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা।
গত কয়েক রাউন্ড থেকে শীর্ষে থাকা দোলেশ্বর দলপতি এখন পর্যন্ত ১০টি ম্যাচে মোট ২৬ উইকেট শিকার করেছেন। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৬৬ এবং গড় ১৫.২৩।

তালিকার দ্বিতীয়তে ২২ উইকেট নিয়ে অবস্থান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রবিউল হকের। ১৯ বছর বয়সী এই ডানহাতি পেসার ১০টি ম্যাচ খেলে নিয়েছেন ২২টি উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমি ৪.৮৩ এবং গড় ২১.১৮।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ৩৪ বছর বয়সী ডানহাতি পেসার দেলোয়ার হোসেন আছেন এরপরের স্থানটিতে (তৃতীয়তে)। এখন পর্যন্ত মোট ৯টি ম্যাচ খেলে ৫.০৫ ইকোনমিতে ১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর বোলিংয়ের গড় ১৬.০০।
তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থান দুটি দখলে রেখেছেন হাসান মুরাদ ও সোহাগ গাজি। বিকেএসপির হয়ে খেলা ১৭ বছর বয়সী তরুণ স্পিনার মুরাদের শিকার ১০ ম্যাচে ১৬টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৩.৭৩ ও বোলিং গড় ২১.৯৩।
অপরদিকে ১০ ম্যাচে সমান সংখ্যক উইকেট পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ স্পিনার সোহাগ গাজি। তবে তাঁর ইকোনমি রেট ৪.৪৪ এবং গড় ২২.০৬। বর্তমানে শীর্ষ উইকেট শিকারির তালিকায় পঞ্চমে অবস্থান করছেন তিনি।