পয়েন্ট টেবিলে ঢাকা প্রিমিয়ার লীগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নাঈম ইসলামের নেতৃত্বাধীন লিজেন্ডস অফ রূপগঞ্জ। এখন পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতে মোট ১৮ পয়েন্ট অর্জন করেছে তারা। এছাড়াও দলটির নেট রান রেট ০.৬২।
রূপগঞ্জের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড। ১০ ম্যাচে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্ট পেয়েছে তারা। যেখানে তাদের নেট রান রেটের পরিমাণ ০.৬৯৩।

৭টি জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে অবস্থান আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংকের। এখন পর্যন্ত ০.৪৮৯ রান রেট অর্জন করেছে তারা। তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছে যথাক্রমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
প্রাইম ব্যাংকের সমান জয় (৭টি) পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থতে আছে দোলেশ্বর। ফরহাদ রেজার নেতৃত্বাধীন দলটির রান রেটের পরিমাণ ০.১৮৪। অপরদি??ে ১০ ম্যাচে ৫টিতে জয় পাওয়ায় পঞ্চমে আছে রকিবুল হাসানের মোহামেডান। তাদের রান রেট ০.৩২২।
পয়েন্ট টেবিলে ঢাকা প্রিমিয়ার লীগঃ
দলের নাম | ম্যাচ সংখ্যা | জয় সংখ্যা | পরাজয় সংখ্যা | পয়েন্ট | নেট রান রেট |
লিজেন্ডস অফ রূপগঞ্জ | ১০ | ৯ | ১ | ১৮ | ০.৬২ |
আবাহনী লিমিটেড | ১০ | ৮ | ২ | ১৬ | ০.৬৯৩ |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ১০ | ৭ | ৩ | ১৪ | ০.৪৮৯ |
প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব | ১০ | ৭ | ৩ | ১৪ | ০.১৮৪ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ১০ | ৫ | ৫ | ১০ | ০.৩২২ |
গাজি গ্রুপ ক্রিকেটার্স | ১০ | ৫ | ৫ | ১০ | -০.০০৬ |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১০ | ৫ | ৫ | ১০ | -০.০৮৬ |
শাইনপুকুর ক্রিকেট ক্লাব | ১০ | ৪ | ৫ | ৯ | ০.২৪১ |
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি | ১০ | ৩ | ৭ | ৬ | -০.৩৯৬ |
বিকেএসপি | ১০ | ২ | ৭ | ৫ | -০.৭২২ |
ব্রাদার্স ইউনিয়ন | ১০ | ২ | ৮ | ৪ | -০.১১৩ |
উত্তরা স্পোর্টিং ক্লাব | ১০ | ২ | ৮ | ৪ | -১.০৭৩ |