promotional_ad

রাহুলের ব্যাটে হায়দ্রাবাদকে হারাল পাঞ্জাব

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) লোকেশ রাহুলের দারুণ ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ছয় উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।


১৫১ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানে ফিরে রান ক্রিস গেইল (১৬)। এরপরে লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের প্রচেষ্টায় লক্ষ্য তাড়া করতে সমর্থ হয় পাঞ্জাব। এই দুজন ১১৮ রানের জুটি গড়েন।


তিনটি চার ও সমান ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করে ফেরেন আগারওয়াল। এছাড়া ৫৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাহুল। 



promotional_ad

রাহুলের সঙ্গী স্যাম কারান ৩ বলে পাঁচ রানের অপরাজিত ছিলেন। হায়দ্রাবাদের বোলারদের প্রচেষ্টায় শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত গড়িয়েছে ম্যাচটি। সন্দীপ শর্মা নেন দুটি উইকেট।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫০ রান করে হায়দ্রাবাদ। ইনফর্ম ওপেনার জনি বেয়ারস্টো মাত্র এক রান করে ফিরলেও আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৬২ বলে অপরাজিত ৭০ রান।


দলের মিডল অর্ডার উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও ওয়ার্নারের একক প্রচেষ্টায় চ্যালেঞ্জিং সংগ্রহই করেছে হায়দ্রাবাদ। বিজয় শঙ্কর ২৬, মোহাম্মদ নবী ১২, মানিস পান্ডে ১৯ ও দীপক হুদা করেন ৩ বলে ১৪* রান।


সংক্ষিপ্ত স্কোরঃ-



সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ১৫০/৪ (২০ ওভার)
(ওয়ার্নার ৭০*, শঙ্কর ২৬; শামি ১/৩০)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৫১/৪ (২০ ওভার)
(রাহুল ৭১*, আগারওয়াল ৫৫; সন্দীপ ২/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball