promotional_ad

একশ বলের ক্রিকেট নিয়ে সরকারের দুয়ারে ইসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। আট দল নিয়ে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।


দ্য হান্ড্রেডে প্রতি দলে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। তবে বিশ্বের সকল তারকা টি-টুয়েন্টি ক্রিকেটারকে পেতে হলে ইংল্যান্ডের ভিসা পদ্ধতিতে বদল আনতে হবে।



promotional_ad

ইতিমধ্যে ইংল্যান্ড সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বর্তমানে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে হলে (যদি তাদের ইউরোপিয়ান পাসপোর্ট না থাকে) সাম্প্রতিক সময়ে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমান আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে।


আর অবশ্যই তাদের টেস্ট খেলুড়ে ১২ দেশের ক্রিকেটার হতে হবে। ইংল্যান্ডের আসন্ন নতুন ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডকে কার্যকরী করতে এই নিয়ম বদলানোর চেষ্টা করছে ইংলিশ ক্রিকেট বোর্ড।


ইংল্যান্ডের ভিসার এহেন বাঁধাধরার কারণে বেশ কিছু তারকা টি-টুয়েন্টি ক্রিকেটার ঘরোয়া টি-টুয়েন্টি লীগ ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে খেলতে পারেন না।



এদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিস লিন, উইন্ডিজ অলরাউন্ডার সুনিল নারিন, কাইরন পোলার্ড অন্যতম। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় দল গুলো চাইলেও পোলার্ডদের দলে নিতে পারছে না।


ইংল্যান্ডের ভিসা জটিলতার সমাধান না হলে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের মত ক্রিকেটার একশ বলের ক্রিকেট খেলতে পারবেন না, যিনি কিনা বিগ ব্যাশ, আইপিএল, বিপিএল, পিএসএল ও সিপিএলের নিয়মিত মুখ। আলি খান, যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারকেও চাইলে দলে ভেড়াতে পারবে না দল গুলো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball