বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলাঘরের জয়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১২ রানের ব্যবধানে হারিয়ে এবারের আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
আগে ব্যাট করে অবশ্য বড় লক্ষ্যই দিয়েছিল ব্রাদার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ব্রাদার্স ৬ উইকেট হারিয়ে ২৬৭ রানে পুঁজি গড়েছিল। সেই লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে খেলাঘর।
বৃষ্টির কারণে এরপর একটি বলও মাঠে গড়াতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলাঘরকে আম্পায়াররা বিজয়ী ঘোষণা করেন ১২ রানের ব্যবধানে।
২৬৮ রানের লক্ষ্যে নেমে খেলাঘরের দুই ওপেনার রবিউল ইসলাম ও শাহরিয়ার কোমল উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দলটিকে। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ৪৯ রান।
২১ রান করে রান আউটের শিকার হয়েছেন কোমল। এরপর দলকে আর উইকেট হারাতে দেননি রবিউল ও মাহিদুল ইসলাম। বৃষ্টি আসার আগ পর্যন্ত রবি ৩৯ ও মাহিদুল ২১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ০ রানেই উইকেট হারানো ব্রাদার্সকে শক্ত ভিত গড়তে ভূমিকা রেখেছেন মিজানুর। রাব্বির সাথে ১০৭ রানের জুটি গড়েছেন তিনি।
ব্যক্তিগত অর্ধশতক থেকে এক রান দূরে থেকে সাজঘরের পথ ধরতে হয়েছে তাঁকে। এরপর রাব্বিকে ভালো সঙ্গ দিয়েছেন দেবব্রত দাস। ১১৬ বলে ৭ চার, ২ ছয়ে ১০৩ রানের ইনিংস খেলে ফিরেছেন রাব্বি।
কিন্তু উইকেটে থেকে ৪৫ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন দেবব্রত। ৬৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে তিনি ফিরলেও অপরাজিত থেকে দারুণ একটি ইনিংস খেলেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
শেষের দিকে এসে দলের খাতায় যোগ করেছেন দ্রুত কিছু রান। ৩২ বলে ৩ ছয়, ১ চারে ৪৭ রানের ইনিংস খেলেছেন ইয়াসির। খেলাঘরের হয়ে একটি উইকেট করে পেয়েছেন রবিউল ইসলাম রবি, রবিউল হক, মাসুম খান, তানভির ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়নঃ ২৬৭/৬, (৫০ ওভার)
(ফজলে রাব্বি ১০৩, মিজানুর রহমান ৪৯; রবিউল হক ১/৪৯, তানভির ইসলাম ১/৪০)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ ৮৪/১ (২০ ওভার)
(রবিউল ৩৯*, মাহিদুল ২১*, কোমল ২১)