promotional_ad

আইপিএলে জিং বেল বিতর্ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতা-রাজস্থানের ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে পেসার ধাওয়াল কুলকারনির ১৩৫ কিলোমিটার বেগের বলটি ব্যাটসম্যান ক্রিস লিনের ব্যাট ছুঁয়ে লেগ স্ট্যাম্পে আঘাত হাতে। জিং বেল জ্বলে উঠলেও বেল না পড়ায় রক্ষা পেয়ে যান ব্যাটসম্যান ক্রিস লিন, উল্টো বল স্ট্যাম্প ছুঁয়ে ফাইন লেগে বাউন্ডারি স্পর্শ করায় চার রান পায় কলকাতা।


রাজস্থানের আরেক বোলার জফরা আর্চারের বলে দুই দিন আগেই চেন্নাই এর ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি একই ভাবে রক্ষা পান। শুন্য রানে ব্যাট করা ধোনি আর্চারের বাউন্সার সামাল দিতে ব্যর্থ হন, বল ব্যাটে লেগে গড়িয়ে স্ট্যাম্পে আঘাত হানে। জিং বেল জ্বলে উঠে কিন্তু বেল না পড়ায় বেঁচে চান ধোনি। ০ রান থেকে ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করে রাজস্থানকে হারাতে বড় ভূমিকা রাখেন চেন্নাই কাপ্তান।



promotional_ad

গত রবিবার আবার সেই ধোনিই জিং বেল বিতর্কের ভুক্তভোগী হন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ওপেনার কেএল রাহুলকে রান আউট করতে পারতেন তিনি। কিপিং এর সময় দ্রুত বল কুড়িয়ে স্ট্যাম্পে থ্রো করেও বেল ফালাতে পারেননি তিনি, কিন্তু জিং বেল ঠিকই জ্বলেছে। রাহুল সেখান থেকে ৫৫ রানের ইনিংস খেললেও ২২ রানে হেরেছে পাঞ্জাব।


এক সপ্তাহের ব্যবধানে তিন তিনবার জিং বেল বিতর্ক জন্ম দেয়ায় ক্রিকেট কর্তাদের সমাধান খুঁজতে বলার আহবান জানানো হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে। সাবেক অ্যাশেজ জয়ী ইংলিশ কাপ্তান মাইকেল ভন বলেছেন,


‘এমনিতেই খেলাটা অতিমাত্রায় ব্যাটসম্যান শাসিত হয়ে গেছে। বোলারদের যদি একটু কিছু না দেয়া হয় তাহলে কিভাবে চলবে। আমি মনে করি এখন সময় এসেছে, জিং বেল জ্বলে উঠলেই ব্যাটসম্যানকে আউট দেয়ার।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball