উপমহাদেশের সেরাদের কাতারে মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
লিস্ট 'এ' ক্রিকেটে ৩৯৯ উইকেট নিয়ে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাত্র ১ উইকেট পেলেই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন তিনি।
তবে লিস্ট 'এ' ক্রিকেটে এই মাইলফলক স্পর্শের অপেক্ষায় থাকা মাশরাফি ইতিমধ্যে নাম লিখিয়েছেন উপমহাদেশের সেরা পেস বোলারদের কাতারে। যেখনে আছেন ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসদের মত বিশ্বমানের বোলাররা।
লিস্ট 'এ' ক্রিকেটে ৩৯৯ উইকেট নিয়ে উপমহাদেশের পেসারদের তালিকায় নবম স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। মোট ২৮৪টি ম্যাচে ২৭.৮২ গড়ে ৪.৭৪ ইকোনমি রেটে ৩৯৯ উইকেটের মালিক এই ডানহাতি পেসার।

এই রেকর্ডে সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বাঁহাতি এই ফাস্ট বোলারের শিকার ৮৮১ উইকেট। উপমহাদেশের সেরা পেসারদের এই তালিকায় পরের দুই স্থানটিও দখল করে রেখেছেন পাকিস্তানী বোলাররা।
৬৭৪ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন ওয়াকার ইউনিস আর তাঁর পরের অবস্থানে আছেন ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। তাঁর শিকার ৫০৭ উইকেট।
ইমরানের চেয়ে ১ উইকেট কম নিয়ে চার নম্বরে আছেন শ্রীলংকার লিজেন্ডারি পেসার চামিন্দা ভাস। ৪৩০ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন লাসিথ মালিঙ্গা।
৪২০ উইকেট নিয়ে ভারতের অজিত আগারকার ষষ্ঠ, ৪০৪ উইকেট নিয়ে ভারতের আরেক পেসার জাভাগাল শ্রীনাথ আছেন সাত নম্বরে। পাকিস্তানের আরেক পেসার ইয়াসির আরাফাত আছেন ৮ নম্বরে ৪০৪ উইকেট নিয়ে।
এরপরের অবস্থানেই ৩৯৯ উইকেট নিয়ে আছেন মাশরাফি। লিস্ট 'এ' ক্রিকেটে আরও খেলা রয়েছে মাশরাফির। তাই সেরা পাঁচের মধ্যে দ্রুত জায়গা করে নেয়ার বড় সম্ভাবনা রয়েছে তাঁর। এই তালিকার ৩৫৭ উইকেট নিয়ে ১০ নম্বরে আছেন ভারতের জহির খান।