বিশ্বকাপের আগে চোট পেয়েছেন জো রুট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সময় চোট পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলপতি জো রুট। নটিংহ্যামশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় বাঁহাতে চোট পান এই ব্যাটসম্যান। ইয়র্কশায়ার কোচ অ্যান্ড্রু গেল অবশ্য নিশ্চিত করেছেন চোট গুরুতর নয় রুটের।
ম্যাচ চলাকালীন সময় নটিংহ্যামশায়ারের ব্যাটসম্যান জো ক্লার্কের খেলা একটি শটে ডাইভ দিয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রুট। চোট পাওয়ার পর কয়েকওভার মাঠে ফিল্ডিংও করেছেন তিনি।

এরপর ফিজিওর অধীনে চিকিৎসা নেয়ার জন্য মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু এরপর আর ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ফিল্ডিং করতে নামেন নি রুট। অবশ্য চোট পাওয়ার পর তাঁকে এক্সরে করতে পাঠানো হয় নি বলে নিশ্চিত করেছেন দলের কোচ গেল। গেল জানান,
'সে ঠিক আছে, যেখানে চোট পেয়েছে তা বেঁধে রাখা হয়েছে আপাতত এবং বরফ দেয়া হচ্ছে। ব্যাথা আছে হালকা এখনও, তবে দুচিন্তার কিছু নেই। কালকের মধ্যে সে ঠিক হয়ে যাবে।'
চতুর্থ দিন দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে ইয়র্কশায়ারের হয়ে প্রথম ইনিংসে ৭৩ রান করেছিলেন রুট।
রুটের ইনজুরি গুরুতর না হওয়ার স্বস্তিতে রয়েছে ইংল্যান্ড। সামনে বিশ্বকাপ এবং অ্যাশেজ রয়েছে তাঁদের, এমন অবস্থায় তাঁর ইনজুরি খানিকটা হলেও ব্যাকফুটে ঠেলে দিত ইংলিশদের।