ইংল্যান্ড, ভারতের মতোই ফেভারিট অস্ট্রেলিয়াঃ চ্যাপেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড এবং ভারতের মতো অস্ট্রেলিয়াকেও সমান ফেভারিট মানছেন অজি কিংবদন্তী ক্রিকেটার ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফর্মেন্সে শক্তি পাচ্ছেন তিনি।
সম্প্রতি ভারতের মাটিতে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-৩ ব্যবধানে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। এরপরে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অ্যারন ফিঞ্চের দল।

অস্ট্রেলিয়ার মিডিয়াকে চ্যাপেল জানান, 'অস্ট্রেলিয়ার ওয়ানডে দল পরিশ্রম করেছে। ভারতের শক্তিশালী দলকে তাঁরা হারিয়েছে। এরপরে পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলে জিতেছে।
'অস্ট্রেলিয়ায় এবার তারকা ক্রিকেটাররা ফিরছে। এখন ইংল্যান্ড এবং ভারতের পাশপাশি অস্ট্রেলিয়াও ফেভারিট হয়ে নামবে।'
স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে এমন পারফর্মেন্স মনে ধরেছে চ্যাপেলের। তিনি আরও জানান,
'বিশেষ করে ভারতের বিপক্ষে তাঁদের পারফর্মেন্স ছিল দেখার মতোই। তাঁরা ২-০ তে পিছিয়ে থেকেই সিরিজে ফিরেছে। এমনকি এই অস্ট্রেলিয়া দল চারজন ক্রিকেটারকে একাদশেই পায়নি। এদের দুইজন নিষিদ্ধ এবং দুইজন ইনজুরিতে।'