মিরপুরে গাজীর মুখোমুখি শাইনপুকুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সকাল ৯টায়।
৯ ম্যাচ খেলে ৪ জয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সমান সংখ্যক ম্যাচ খেলে গাজী গ্রুপের জয়ও ৪টি ম্যাচে।
তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৮ নম্বরে। ফলে বোঝাই যাচ্ছে শক্তিমত্তার বিচারে দুই দলই প্রায় সমানে সমান।
এবারের আসরকে সামনে রেখে তারকা বহুল দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনির মতো জাতীয় দলের তারকারা আছেন দলটিতে।

অধিনায়কত্ব করছেন শামসুর রহমান শুভ। এখন পর্যন্ত দলটির সেরা পারফর্মার তিনিই। ৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৯৪ রান। টুর্নামেন্টে অর্ধশতক হাঁকিয়েছেন তিনটি।
শাইনপুকুরের বিপক্ষে জয় পেতে আবারও ব্যাট হাতে জ্বলে উঠবে হবে শামসুরকে। এদিকে, শাইপুকুরে খুব বেশি বড় নাম নেই। তবে দারুণ কয়েকটি ইনিংস খেলে এবারের আসরে বাড়তি নজর কেড়েছেন দলটির ব্যাটসম্যান সাব্বির হোসেন।
৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৪৯ রান। এক সেঞ্চুরির সাথে আছে একটি হাফ সেঞ্চুরি। তাছাড়া, নিয়মিতই তাঁর ব্যাট থেকে রান আসছে। এছাড়া ব্যাটে বলে দুই দিক থেকেই পারফর্মেন্স করছেন শুভাগত হোম।
তারকা বহুল গাজী গ্রুপের বিপক্ষে জয় পেতে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে শাইনপুকুর। সাদমান ইসলাম, তৌহিদ হৃদয়রা ব্যাট হাতে ফর্মে থাকলে আসরে পঞ্চম জয় তুলে নিতে পারার সামর্থ্য আছে দলটির।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল।