promotional_ad

স্বপ্ন সত্যি হচ্ছে সোধির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরেই স্বপ্ন দেখেছিলেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। ১৫-১৬ বছর বয়স থেকেই এবারের বিশ্বকাপকে লক্ষ্য করে নিজেকে তৈরি করেছেন এই কিউই স্পিনার।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সোধি জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে দারুণ আনন্দিত তিনি। সবার মতো তারও স্বপ্ন ছিল বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্বকাপ্র। এবার সেই স্বপ্ন সত্যি হচ্ছে তাঁর।



promotional_ad

'আমি অনেক অনেক উদ্দীপ্ত স্কোয়াডে জায়গা পেয়ে। প্রত্যেকেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করার। যখন আমার ১৫-১৬ বছর বয়স, তখন নিজেকে বলেছিলাম, লক্ষ্যের জন্য ২০১৯ ভালো একটি বিশ্বকাপ।'


দলে জায়গা পেয়ে অধিনায়ক ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই লেগ স্পিনার। তিনি জানিয়েছেন কোচিং স্টাফ ও অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চান তিনি।


'সৌভাগ্যক্রমে স্কোয়াডে আমার নাম আছে। শুধু অধিনায়কই নয় কোচিং স্টাফদেরও ভালো সমর্থন ছিল। তারা আমার প্রতি অনেক আস্থা দেখিয়েছে এবং আশা করছি, আমি এটার প্রতিদান দিতে পারবো।'



প্রথাগত বোলারদের মতো তিনিও বিশ্বাস করেন যতটা সম্ভব বল ঘোরাতে হবে। তবে, তাঁর এখন মূল লক্ষ্য বলের ভারসাম্য অর্জন ও বলের গতি বৃদ্ধি করা।


'আমি প্রথাগত বোলারদের মতো সবসময় বিশ্বাস করি, যতটা সম্ভব বল ঘোরাতে হবে। এটা পেতে হলে আপনারে কিছুটা ধীর গতির বল করতে হবে। এখন আমি সেরা যেটা করতে পারি, বলের ভারসাম্য অর্জন এবং প্রয়োজনে দ্রুত বল করা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball