promotional_ad

সড়ক দুর্ঘটনায় প্রোটিয়া নারী ক্রিকেটার নিহত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী দলের সাবেক অলরাউন্ডার ইরিশা থুনিসেন-ফোরি। গত বছরের মে মাসের ২ তারিখে তিনি ২৬ বছর বয়সে পা রেখেছিলেন।


দক্ষিণ আফ্রিকা দলের হয়ে তিনি ৩টি ওয়ানডে ম্যাচ ও ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।



promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর অভিষেক হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি নর্দান ওয়েস্ট ড্রাগন্সের হয়ে খেলতেন।


জাতীয় দলে অনিয়মিত হলেও ২০১৬ সালে তার প্রথম সন্তান হওয়ার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। পাশাপাশি কোচিং করাতেন স্থানীয় একটি কমিউনিটি ক্রিকেটে।


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাহী থাবাং মোরে। তিনি ইরিশার পরিবার, বন্ধু বান্ধব ও সহকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।



'এটি সত্যিকার অর্থে একটি ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা। এটি আমাদের সবার জন্য অনেক দুঃখজনক খবর। আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আমি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু এবং তার সমস্ত ক্রিকেট সহকর্মীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছি।'


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এই দূর্ঘটনায় তাঁর সন্তানেরও মৃত্যু হয়েছে। তাছাড়া, ইরিশা দক্ষিণ আফ্রিকার যে অঞ্চলে বসবাস করতেন সে অঞ্চলের নিপীড়িত জনগণের জন্য অনেক সেবামূলক কাজ করে গেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball