সমীকরণের গোলকধাঁধায় ভিরাট কোহলিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। নিজেদের প্রথম ৫ ম্যাচের ৫টিতেই হেরেছে তাঁরা। প্রথম জয়ের খোঁজে থাকা দলটির প্লে-অফ পর্বে জায়গা করে নিতে পাড়ি দিতে হবে কঠিন সমীকরণ।
হাতে থাকা বাকি ৭ ম্যাচের প্রায় সবকটিতেই জিততে হবে তাঁদের। আর একটি ম্যাচে হারলেই শেষ চারে খেলার স্বপ্ন প্রায় শেষ হবে যাবে কোহলির দলের। তাই কঠিন সমীকরণের গোলকধাঁধায় আছে ব্যাঙ্গালুরু।
এই কঠিন সমীকরণ মাথায় নিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ রবিবার আইপিএলে দিনের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে আরসিবি। ব্যাঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

দিল্লী এবং ব্যাঙ্গালুরু দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তাই দুই দলেরই লক্ষ্য থাকবে এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে। তবে দিল্লীর চেয়ে ব্যাঙ্গালুরু চাপে থাকবে বেশী।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাঙ্গালুরুর একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দলের বোলিং ইউনিট পারফর্ম করতে পারছে না বলে বোলিংয়ে শক্তি বাড়াতে একাদশে দেখা যেতে পারে বাড়তি একজন বোলারকে।
অন্যদিকে দল হিসেবে এখন পর্যন্ত মোটামুটি পারফর্ম করা দিল্লীর একাদশে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে ব্যাঙ্গালুরুর উইকেটের কথা ভেবে বোলিং ইউনিটে পরিবর্তন আনতে পারে দলটি।
দিল্লি ক্যাপিটালস একাদশ (সম্ভাব্য): পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, সন্দ্বীপ লামিচানে/ট্রেন্ট বোল্ট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ (সম্ভাব্য): মার্কাস স্টয়নিস, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, শিভাম দুবে, অক্ষদ্বীপ নাথ, টিম সাউদি, মোহাম্মদ সিরাজ/ওয়াশিংটন সুন্দর, নভদ্বীপ সাইনি, যুবেন্দ্র চাহাল।