চার বছর পর প্রিমিয়ার লীগ খেলবেন মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৪ বছর পর ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) খেলতে নামবেন বাংলাদেশ দলের পেস বোলার মুস্তাফিজুর রহমান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
সোমবার গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচ মাঠে নামার আগে রবিবার মিরপুরে অনুশীলন করতে দেখা গিয়েছে মু??্তাফিজকে।

চলতি ডিপিএলে এখন পর্যন্ত ৯টি রাউন্ড মাঠে গড়িয়েছে। যার একটিতেও খেলেন নি মুস্তাফিজ। তবে দশম রাউন্ডে তাঁকে ড্রাফট থেকে দলে টেনেছে শাইনপুকুর।
ইংল্যান্ড বিশ্বকাপ এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লীগ দিয়েই নিজেকে ঝালাই করে নেয়ার বড় সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।
চলতি ডিপিএলে দলগত ভাবে তেমন ভালো পারফর্ম করতে পারেনি শাইনপুকুর। নিজেদের ৯ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে আফিফ হোসেনের দল। সুপার সিক্সে জায়গা করে নিতে গাজি গ্রুপের বিপক্ষে জিততেই হবে দলটিকে।
এর আগে ২০১৪-১৫ মৌসুমে লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক ম্যাচেই কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে আবাহনীর জার্সিতে বাঁহাতি পেসার শিকার করেন ৩২ রান দিয়ে ৫ উইকেট।
এখন পর্যন্ত লিস্ট 'এ' ক্রিকেটে ৪৮টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। যেখানে ৪.৫৮ ইকোনমি রেটে বাঁহাতি এই পেসার শিকার করেছেন ৮৯টি উইকেট।