মিডেল অর্ডারের ব্যর্থতার পরও আশাবাদী ভুবনেশ্বর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার পাশাপাশি মিডেল অর্ডার ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরতে পারেন নি। তবে ম্যাচ হারলেও দলের মিডেল ব্যাটসম্যানদের পারফর্মেন্স দুশ্চিন্তায় ফেলছে না হায়দ্রাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমারকে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় কোন পরীক্ষার সামনে পড়তে হয় নি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের। কারণ দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর পারফর্মেন্স ছিল এখন পর্যন্ত আকাশচুম্বী।

কিন্তু ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিলো মিডেল অর্ডার ব্যাটসম্যানদের পারফর্মেন্স নিয়ে। গেল আসরেও দলের মিডেল অর্ডার নিয়ে সমস্যায় ছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। যদিও অধিনায়ক ভুবনেশ্বর আশাবাদী সামনের ম্যাচগুলোতে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা হতাশ করবেন না।
'এই ম্যাচেই প্রথম আমাদের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা ক্রিজে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। তাঁদের সামনে সুযোগ ছিল ভালো কিছু করার কিন্তু সেই কাজটা তাঁরা আজকে করতে ব্যর্থ হয়েছে।
তবে এগুলো নিয়ে বেশী ভাবছি না। আশা করি পরের ম্যাচগুলোতে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করবেন।' (ভুবনেশ্বরের ভাষায়)
এদিকে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ওঠেন নি। সুস্থ হলেই একাদশে ফিরবেন এই কিউই ব্যাটসম্যান। ভুবনেশ্বর আরও বলেন,
'দেখেন উইলিয়ামসন যখন ফিট হবেন তখন সে এমনিতেই দলে আসবেন। অবশ্যই তখন একাদশ বাছাই করা কঠিন হয়ে যাবে, কিন্তু এসব নিয়ে এখন ভাবছিনা আমরা। কারণ আপনার দলে যদি পাঁচ-ছয়জন বিদেশী ভালো পারফর্ম করতে থাকে বা ফর্মে থাকে তাহলে এটাকে ইতিবাচক হিসেবেই দেখতে হবে।