উইকেট নয়, জয় উদযাপন করিঃ জোসেফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বল হাতে রেকর্ড গড়ার পর ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ জানিয়েছেন উইকেট পাওয়ার থেকেও দলের জয় উদযাপন করতে বেশি পছন্দ করেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তরুণ ক্যারিবিয়ান এই পেসার। মাত্র ১২ রানে একাই ৬ উইকেট নিয়ে অভিষেক ম্যাচে সেরা বোলিং করার কীর্তি গড়েছেন তিনি।

ম্যাচ শেষে এই ক্যারিবিয়ান জানিয়েছেন, 'আমি আসলে উইকেট পাওয়াটা উদযাপন করি না। আমি জয় উদযাপন করি। আমার লক্ষ্য হলো শুধু উইকেট শিকার করা। তবে সেটি আমার দলের জয়ের জন্য।
আইপিএলের প্রথম ম্যাচেই এরূপ পারফর্মেন্সকে স্বপ্নের মতো বলেছেন জোসেফ। এর থেকে আর ভালো কিছু হতে পারতো না বলেই তাঁর অভিমত। মুম্বাইয়ের এই পেসারের ভাষ্যমতে,
'এটি অবিশ্বাস্য। এটি স্বপ্নের মতো সূচনা ছিল। আমার মতে এর থেকে আর ভালো কিছু হতে পারতো না।
মাঠে যেয়ে দলের জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে খেলার চেষ্টা করেছিলেন জোসেফ। বিশেষ করে উইকেট শিকারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। আর এই লক্ষ্যে যে যথেষ্ট সফল তিনি সেটি তাঁর পারফর্মেন্স দেখেই বোঝা যাচ্ছে। জোসেফ বলেছেন,
'আমি শুধু সেখানে গিয়ে আমার দলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিতে চেয়েছিলাম। এটি আমার প্রথম খেলা ছিল। মাঠে যেয়ে বোলিং করার মাধ্যমে উইকেট শিকার করাটাই আমার লক্ষ্য ছিল।
উল্লেখ্য এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গিয়েছিলো হায়দ্রাবাদ। ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে নেমে গিয়েছে দলটি। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থতে অবস্থান করছে রোহিতের মুম্বাই।