১১ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন আলজারি জোসেফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ১১ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৩.৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী এই বোলার।

আর এরই সাথে ১১ বছর পর নতুন করে সেরা বোলিংয়ের রেকর্ডটি গড়লেন জোসেফ। এর আগে ২০০৮ সালে সর্বপ্রথম আইপিএল আসরে ১৪ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা পাকিস্তানি পেসার সোহেল তানভির।
এদিকে আলজারি জোসেফের এই তান্ডবে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গিয়েছিলো হায়দ্রাবাদ। এদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করেছিলো রোহিত শর্মার মুম্বাই।
কিন্তু আলজারি জোসেফের তান্ডবে এই মামুলি লক্ষ্যও যেন পাহাড়সম ঠাওর হয়েছিলো হায়দ্রাবাদের কাছে। কেননা মাত্র ১৭.৪ ওভার খেলতে সক্ষম হয়েছে তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২০ রান করতে পেরেছেন দীপক হুদা। আর ১৬ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং ওপেনার জনি বেয়ারস্টোর ব্যাট থেকে।
এই পরাজয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গিয়েছে হায়দ্রাবাদ দল। অপরদিকে বর্তমানে চতুর্থতে অবস্থান করছে রোহিতের মুম্বাই। আর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৫ ম্যাচের ৪টিতেই জয়ের দেখা পেয়েছে তারা।