ফতুল্লায় মুখোমুখি ফরহাদ-মোহাইমিনুলরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দশম রাউন্ড। এদিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং উত্তরা স্পোর্টিং ক্লাব।
সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে ভালো অবস্থানে আছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। পয়েন্ট টেবিলের অবস্থান সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দলটির।

আপাতত নয় ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে আছে দলটি। আসরে নিজেদের বাকী ম্যাচগুলো হারলেও সুপার সিক্সে জায়গা পেতে পারে তাঁরা।
অপরদিকে মোহাইমিনুল খানের উত্তরা স্পোর্টিং ক্লাবের অবস্থান একেবারেই তলানিতে। নয়টি ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয়ের দেখা পেয়েছে দলটি।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।