'বিশ্বকাপে লড়াই করবে বাংলাদেশ'
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের আসরে হার-জিত নিয়ে চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বিশ্বাস রাখছেন প্রতিটি দলের বিপক্ষেই লড়াই করবে বাংলাদেশ দল।
শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস অ্যাওয়ার্ডে বক্তৃতার সময় একথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জায়গা পাবেন নিয়মিত পারফর্মারাই।

'অবশ্যই তাঁদের সামর্থ্য আছে ভালো খেলার। হারা জেতা নিয়ে চিন্তা করি না। সকলের সাথে আমরা লড়াই করব বিশ্বাস রাখছি। দল মোটামুটি ঠিক আছে। ওখানে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।'
কদিন আগে শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের শীর্ষ তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফর্মেন্স একেবারেই ভালো হয়নি। তারপরও তাদের উপর বিশ্বাস রাখছেন বিসিবি সভাপতি।
এদের পারফর্মেন্স ছাড়াই ২৩০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এই তারকারা ফর্মে ফিরলে দল অনেক ভালো অবস্থানে থাকবে বলে মনে করেন তিনি। তাই বিশ্বকাপে তাদের দিকেই তাকিয়ে বিসিবি সভাপতি।
'তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই চার জন ছাড়া তো রান হওয়ার কোন প্রশ্নই ওঠে না। এই চারজন না খেললে রান হবে? হবে না। তারপর নিউজিল্যান্ডের এই বৈরি কন্ডিশন, সুইং, বাউন্স, আবহাওয়া, গতির মাঝে এই চারজনের মোট সংগ্রহ (সাকিব বাদে) ২২ রান করে সর্বোচ্চ। তারপরও আমরা ২৩০ রানের মতো করেছি। এরা যখন রান করবে তখন কি অবস্থা হবে? আমার ওদের উপর আস্থা আছে।'