promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশীপে ১৪টি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালের বিশ্বকাপের পরই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ। টেস্ট চ্যাম্পিয়নশীপে নিজেদের প্রথম সিরিজে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের।


২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী নভেম্বরে ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে এবং দেশের বাইরে ৬টি সিরিজ খেলবে।


মোট ১৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল।


২০১৯ সালে ভারতের মাটিতে ২ টেস্টের সিরিজের পর ২০২০ সালের জানুয়ারিতে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।


এরপর ফেব্রুয়ারিতে ২ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল।



promotional_ad

আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। ২০২১ সালের জানুয়ারিতে নিজেদের মাটিতে উইন্ডিজকে আতিথ্য দিবে বাংলাদেশ।


এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশীপের মূল লক্ষ্য টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো। অংশ নিচ্ছে মোট ৯টি দল। বাংলাদেশের সাথে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ।


টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম অনুযায়ী প্রতিটি সিরিজে অন্তত দুটি করে ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ পাঁচ দিন করে। সেরা দুটি দল ২০২১ সালের এপ্রিলে প্লে-অফে অংশ নেবে। এর দুমাস পর ইংল্যান্ডে হবে ফাইন্যাল ম্যাচ।


টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের সূচিঃ


২০১৯ নভেম্বরঃ ভারত (দেশের বাইরে)- ২ টেস্ট


২০২০ জানুয়ারিঃ পাকিস্তান (দেশের বাইরে)- ২ টেস্ট



ফেব্রুয়ারিঃ অস্ট্রেলিয়া (দেশের মাটিতে)- ২ টেস্ট


জুলাই-আগস্টঃ শ্রীলঙ্কা- (দেশের বাইরে)- ৩ টেস্ট


অগাস্টঃ নিউজিল্যান্ড-(দেশের মাটিতে)- ২ টেস্ট


২০২১ জানুয়ারিঃ উইন্ডিজ-(দেশের মাটিতে)- ৩ টেস্ট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball