promotional_ad

মিরপুরে শীর্ষ দুই দলের লড়াই আগামীকাল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দশম রাউন্ডে আগামীকাল মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী এবং দ্বিতীয়তে থাকা লিজেন্ডস অফ রুপগঞ্জ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 


এখন পর্যন্ত দুই দলই ৯ ম্যাচে ৮টি করে জয় পেয়েছে। তবে রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় আবাহনীর পরে অবস্থান করছে নাঈম ইসলামের রুপগঞ্জ। তবে পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্মেন্স উপহার দিলেও রুপগঞ্জকে হালকাভাবে নিচ্ছে না মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। 


ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা জানিয়েছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। শীর্ষে থাকলেও আগামীকাল জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে চান তিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে এসেছেন জানিয়ে তিনি বলেছেন,  
 
'রুপগঞ্জের সাথে আমরা আপাতত শীর্ষে আছি। কালকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কাল যে জিতবে তারা টেবিলে এগিয়ে যাবে। এরপরেও সুপার লীগে পাঁচ, ছয়টি ম্যাচ থাকবে, তবে কালকের ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানিয়েছি। কাগজে কলমে আমরা অনেক শক্তিশালী অবশ্যই। তবে রুপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ।'



promotional_ad

সুতরাং জাতীয় দলের আদলে গড়া আবাহনীর বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই যে দিতে হবে রুপগঞ্জকে তা বলাই বাহুল্য। তবে দলটিতে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নেই। অধিনায়ক নাঈম ইসলাম তো রয়েছেনই, পাশাপাশি আছেন শাহরিয়ার নাফিস, মেহেদি মারুফদের মতো খেলোয়াড়েরা।


এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করা মুক্তার আলিও থাকবেন পাদপ্রদীপের আলোয়। ব্যাট হাতে ১৯ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের ওপর ভরসা করতে পারে দলটি। ৯টি ম্যাচে ৪২.১১ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেছেন তিনি। 


এদিকে রুপগঞ্জের প্রতিপক্ষ আবাহনীর তুরুপের তাস হয়ে উঠতে পারেন শীর্ষ রান সংগ্রাহক জহুরুল ইসলাম। ৮ ম্যাচে ৮৭ গড়ে ৫২২ রান সংগ্রহ করা ডানহাতি এই ব্যাটসম্যান এবারের ডিপিএলে রয়েছে ফর্মের তুঙ্গে। এরই মধ্যে দুটি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 


এছাড়াও বল হাতে ফর্মে আছেন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। ৭ ম্যাচে ১২টি উইকেট শিকার করেছেন তিনি এখন পর্যন্ত। যেখানে তাঁর বোলিং ইকোনমি রেট ৩.৫০। সবমিলিয়ে দল গঠনে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটা এগিয়ে আছে আবাহনী। 



আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।


লিজেন্ডস অব রূপগঞ্জঃ  নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball