প্রিমিয়ার লীগ সহজ নয়ঃ সুজন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্রতিটি আসরই প্রত্যেক দলের জন্য বেশ কঠিন এবং চ্যালেঞ্জের, মতামত আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের। তাঁর মতে চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত ক্রমাগত নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় এই টুর্নামেন্টে।
দলের পাশাপাশি খেলোয়াড়েরাও চাপে থাকে ডিপিএলে। লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ডিপিএলের দশম রাউন্ডে মাঠে নামার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন জানিয়েছেন ডিপিএলে জনসমাগম কম হলেও চাপের কমতি নেই এখানে। আবাহনী কোচের ভাষায়,

'প্রিমিয়ার লীগ সবসময়ই কঠিন। এটি আজকের থেকে না, যখন থেকে ঢাকা লীগ শুরু হয়েছে তখন থেকেই প্রিমিয়ার লীগ সবথেকে চ্যালেঞ্জিং এবং সবথেকে কঠিন। এখানে সহজ কিছু নেই আসলে। যদিও এখন দর্শক কম হয়, সবকিছু কম হয়। তবে একটা সময় অনেক বেশি হতো। এরপরেও এই খেলাগুলোতে চাপ থাকেই আসলে।'
সুজন আরও যোগ করেছেন, 'শেষ ম্যাচ খেলে আপনি যখন চ্যাম্পিয়ন হবেন তখনই শুধু বলতে পারবেন যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে প্রত্যেকটি ম্যাচেই চাপ এবং উত্তেজনা থাকে। খেলোয়াড়দের ওপর চাপ থাকে।'
লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে রবিবার মাঠে নামার আগে যথেষ্ট সতর্ক অবস্থানে আছে আবাহনী। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের অবস্থান আরও সুগঠিত করতে চান সুজন। আর সেই কারণে ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি,
'আমরা আপাতত শীর্ষে আছি। কালকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কাল যে জিতবে তারা টেবিলে এগিয়ে যাবে। এরপরেও সুপার লীগে পাঁচ, ছয়টি ম্যাচ থাকবে, তবে কালকের ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানিয়েছি। কাগজে কলমে আমরা অনেক শক্তিশালী অবশ্যই। তবে রুপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ।'
উল্লেখ্য রবিবার ডিপিএলের ৫৫তম ম্যাচে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে রুপগঞ্জ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।