ব্রিস্টলের ঘটনা বদলে দিয়েছে স্টোকসকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৭ সালে ব্রিস্টলে মারামারির ঘটনা ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকসের জীবনের সেরা টার্নিং পয়েন্ট। স্টোকসের বিশ্বাস, ব্রিস্টলের সেই ঘটনা তাঁকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
ক্যারিয়ারের প্রায় শেষ দেখে ফেলা স্টোকস এই ঘটনার পর নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন। নিজেকে রাস্তায় বিবাদে জড়ানো ক্রিকেটার হিসেবে ভাবতেই অস্বস্তিতে ভুগছেন স্টোকস।
'রাস্তায় মারামারিতে জড়িয়ে পড়া একজন মানুষ হিসেবে আমি নিজেকে ভাবতে চাই না। আমি আমার ক্যারিয়ার শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলাম এবং সেখান থেকে উঠে এসেছি। এটি শুনতে হাস্যকর শোনাবে, তবে ব্রিস্টলের ঘটনা কি আমার জন্য সেরা ছিলো? কে জানে, তবে আমি মনে করি সেটাই ছিলো', বলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা অলরাউন্ডার স্টোকস।

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতে ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারি করে পুলিশের হাতে আতক হয়েছিলেন স্টোকস। এই ঘটনার নিজেকে বদলে ফেরা এই ইংলিশ ক্রিকেটার বর্তমানে টিম হোটেলের বাইরেও বেশি সময় কাটাতে চান না।
বিশেষ করে এর আগে রাতের বেলা দীর্ঘ সময় বাইরে থাকার যে অভ্যাস ছিলো সেটিও পাল্টে ফেলেছেন তিনি। একেবারেই পাল্টে যাওয়া স্টোকসের ভাষ্যমতে,
'আমি এখন আর বাইরে বের হইনা তেমন। আমি বুঝাতে চেয়েছি যে হয়তো আমি ডিনারের জন্য বের হই, তবে রাতের বেলা ইংল্যান্ডে দীর্ঘ সময়ের জন্য থাকি না। আমি সবসময় বাইরে ঘুরতে এবং সতীর্থদের সাথে উদযাপন করতে পছন্দ করি।
'তবে আমরা সেটি হোটেলেও করতে পারি এবং আমি সেটি মিস করি না। আমি এখন আর নিজের মধ্যে সেই তাড়না বোধ করি না। আপনি যখন মনস্থির করে নিবেন যে কোনও একটি কিছু করবে না তখন আর সেটি অনুভব করবেন না।'
উল্লেখ্য ২০১৭ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের উদযাপন করতে এমবার্গো নাইটক্লাবে যান বেন স্টোকস। রাত ২.৩০ এর দিকে আরেক সতীর্থ অ্যালেক্স হেইলসকে সাথে নিয়ে নাইটক্লাবের বাইরে দুইজন ব্যক্তির সাথে মারামারিতে জড়িয়ে পড়েন তিনি।
সেই ঘটনার জেরে অ্যাশেজ দল থেকে বাদ দেয়া হয় স্টোকসকে। পরে অবশ্য মামলা জিতে তবেই জাতীয় দলে জায়গা হয় তাঁর।