promotional_ad

ফিরছেন গেইল, চ্যালেঞ্জের মুখে ব্রাভো বিহীন চেন্নাই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রবিচন্দ্র অশ্বিনের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাব এবং মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


এই ম্যাচে মাঠে নামার আগে চেন্নাইয়ের থেকে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে থাকছে পাঞ্জাব। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় নিয়ে তৃতীয়তে অবস্থান করছে অশ্বিনের দলটি। অপরদিকে সয়াম্ন সংখ্যক জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকার দরুন পাঞ্জাবের পরের স্থানে রয়েছে চেন্নাই। 


তবে আজকের এই ম্যাচে চেন্নাইয়ের দুঃসংবাদের কারণ ক্যারবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। কেননা গ্রেড ওয়ান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হয়েছে তাঁকে। এরই মধ্যে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি নিশ্চিত করেছেন ব্রাভোর ছিটকে পড়ার বিষয়টি। 


দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে স্বভাবতই কিছুটা উদ্বিগ্ন চেন্নাই শিবির। যদিও বাকিদের ওপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ হাসি। ব্রাভো বিহীন দলটি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে স্বীকার করে তিনি জানিয়েছেন, 



promotional_ad

'আমি মনে করি এটা কিছুটা দলের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমি নিশ্চিত আমরা একত্র হয়ে শক্তিশালী দল হয়ে উঠতে পারব। এটা আমাদের দলের জন্য বড় ক্ষতি। আমরা এর আগেও এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। আশা করছি আমরা আবারও পারবো।'


অপরদিকে পাঞ্জাবের স্বস্তির কারণ হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের দলে ফেরা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারা এই ক্যারিবিয়ান এরই মধ্যে অনেকখানি ফিট হয়ে উঠেছেন। ম্যাচের আগে অনুশীলনও করতে দেখা গিয়েছে তাঁকে। 


তবে গেইলের ফেরা নিশ্চিত হলেও আজ খেলার সম্ভাবনা তেমন নেই স্পিনার বরুণ চক্রবর্তীর। ম্যাচের আগে নেটেও সেভাবে বোলিং করেননি তিনি। ডেথ ওভারে ব্রেক থ্রু এনে দেয়ার মতো বোলারের অভাব অবশ্য নেই পাঞ্জাব শিবিরে। দলটিতে অ্যান্ড্রু টাই, স্যাম কারানদের মতো বোলাররা ছাড়াও রয়েছেন মুজিব উর রহমান এবং অধিনায়ক অশ্বিন। 


এদিকে চেন্নাইয়ের হয়ে আজকের ম্যাচে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট কুজ্ঞেলেইনের। তাদের স্কোয়াডে আরও আছেন ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, ইমরান তাহিরদের মতো বিশ্বমাতানো ক্রিকেটাররা। 


কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াডঃ



ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), করুন নায়ার, ডেভিড মিলার, মানদীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), সরফরাজ খান, স্যাম কারান, ময়েসেস হেনরিক্স, বরুণ চক্রবর্তী, অগ্নিবেশ আয়াচি, ভারত, হরপ্রিত ব্রার, দর্শণ নালকাণ্ডে, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান, মোহাম্মদ শামি, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, হার্দাস ভিলোয়েনম, অর্শদীপ সিং, স্কট কুজ্ঞেলেইন। 


চেন্নাই সুপার কিংস স্কোয়াডঃ 


মহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, শেন ওয়াটসন, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়েইন ব্রাভো, কেদার যাদব, আম্বাতি রায়ুডু, স্যাম বিলিংস, হরভজন সিং, দীপক চাহার, কেএম আসিফ, লুঙ্গি এনগিদি, ফাফ ডু প্লেসিস, মুরলি বিজয়,  ইমরান তাহির, করণ শর্মা, ধ্রুব শোরে, এন জগদীশন, শর্দুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণোই, মোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball