'আমার কাছে কোন মাঠই বড় নয়'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০৬ রানের বিশাল লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। চার উইকেট যাওয়ার পর আন্দ্রে রাসেল যখন নামলেন তখন ২৮ বলে ৬৮ রান দরকার ছিল কলকাতার। সেখান থেকেই অবিশ্বাস্যভাবেই কলকাতাকে জিতিয়েছেন রাসেল। ম্যাচ শেষে তাঁর উপলদ্ধি কোন মাঠই বড় নয় তাঁর জন্যে!
দিনেশ কার্তিক ফিরে যাওয়ার পর ১৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৫৩ রানের। রাসেলের একটি চার ও সাতটি ছক্কার সাহায্যে করা ১৩ বলে ৪৮* রানের সুবাদে পাঁচ বল হাতে রেখেই ব্যাঙ্গালুরুকে হারিয়েছেন রাসেল। ম্যাচ শেষে তিনি জানান,

'ব্যাট করতে যাওয়ার সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। কার্তিক বলেছিল কয়েকটি বল দেখার জন্য। আমি বেশি কিছু ভাবছিলাম না। আমাদের ২৮ বলে ৬৮ রান লাগতো। এমনটা সবসময় হয়না।
'আমাদের চেষ্টা করা দরকার ছিল। টি-টুয়েন্টি ক্রিকেটে এমনটাই হয়। এক ওভারেই ম্যাচ ঘুরে যায়। আমি এজন্য আশা হারাইনি। আমি জানতাম যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়াতেও আমি বড় ছয় হাঁকিয়েছি। আমার কাছে এখন আর কোন মাঠই বড় লাগে না।'
উল্লেখ্য, এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন এই ক্যারিবিয়ান তারকা। এখন পর্যন্ত খেলা চার ম্যাচেই দলের ফিনিশিংয়ে হাল ধরেছেন তিনি, জিতিয়েছেন ম্যাচ।
চার ম্যাচে মোট ৭৭ বল খেলে রাসেল করেছেন ২০৭ রান। ছক্কা হাঁকিয়েছেন ২২ টি, চার মেরেছেন ১২ টি।