প্রতি বলেই ছয় হাঁকানোর লক্ষ্য ছিল রাসেলের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক জয় এনে দেয়ার পর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল জানিয়েছেন প্রতি বলেই ছয় হাঁকানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৩ বলে ৪৮ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন কলকাতার ক্যারিবিয়ান রিক্রুট। ব্যাঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে যখন কলকাতার ১৮ বলে ৫৩ রান প্রয়োজন ছিলো তখনই স্বরূপে আবির্ভূত হন রাসেল।

৭টি ছয় এবং ১টি চারের সাহায্য ক্যামিও ইনিংস খেলার মাধ্যমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে সাংবাদিকদের রাসেল জানিয়েছেন শেষের দিকে রান রেট বেড়ে গেলেও নিজের প্রতি আস্থা অবিচল ছিলো তাঁর,
'আমি সবসময়ই আত্মবিশ্বাসী। শেষ দিকে রান রেট বেড়ে গেলেও আমি খুব বেশী চিন্তায় ছিলাম না। আমার বিশ্বাস ছিল দলকে জয় উপহার দিতে পারব। একটা পর্যায়ে আমাদের ২৮ বলে প্রয়োজন ছিল ৬৮ রান। এমন কঠিন মুহূর্তের সময়ে আমি শুধু বলে চোখ রেখে হিট করেছি।
'আমার লক্ষ্য ছিল প্রত্যেক বলেই ছক্কা হাঁকানোর। যাইহোক, সেটা (রানের পাহাড় ডিঙানো) করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি,' বলেছেন এই ক্যারিবিয়ান।
এদিকে রাসেলের এহেন বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ খুশি এবং মুগ্ধ কলকাতা দলপতি দীনেশ কার্তিক। জয়ের কৃতিত্ব পুরোটাই রাসেলকে দিয়েছেন তিনি। বলেছেন, 'আন্দ্রে রাসেল অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছে। তার কারণেই আমরা জয় পেয়েছি। সে আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে আমরা আজ শুরুতে অনেক রান দিয়েছি। আমাদের বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।'
উল্লেখ্য এখন পর্যন্ত আইপিএলের আসরে ৪ ম্যাচের ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে ৫ ম্যাচ খেলে সবকয়টিতে হেরে টেবিলে তলানিতে অবস্থান করছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালুরু।