ব্যাঙ্গালুরুর হারের দিনেও কোহলির রেকর্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে টানা পাঁচ ম্যাচ হেরেছে ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দল হারতে থাকায় দুঃসময় পার করছেন অধিনায়ক ভিরাট কোহলি। কিন্তু এর মাঝেও রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক।
শুক্রবার কলকাতার বিপক্ষে ৪৯ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। আর এই ইনিংস খেলার পথে আইপিএলে সর্বোচ্চ রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি।

তাঁর আইপিএল রান এখন ৫১১০। শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার ৫০৮৬ রান টপকে গেছেন তিনি।
চলতি আইপিএলে এই দুই ভারতীয় তারকা যে রানের প্রতিযোগিতায় বারবার নিজেদের ছাড়িয়ে যাবেন, সেটা ভাবলেও ভুল হবেনা।
আইপিএলে ৪৬০০ রান নিয়ে রান তালিকার তৃতীয় স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলপতি রোহিত শর্মা।
এদিকে এদিন আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন কোহলি। টি-টুয়েন্টি ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলকেও পৌঁছেছেন তিনি। যদিও এই তালিকায় ভারতীয়দের মধ্যে সুরেশ রায়না আছেন তাঁর উপরে।