রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয় বঞ্চিত কোহলিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে পাঁচ ম্যাচ খেলে এখনও একটি ম্যাচেও জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুক্রবার নিজ মাঠে আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে পাঁচ উইকেটে হেরেছে দলটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
৬৪ রান পর্যন্ত টিকে ছিল দলটির উদ্বোধনী জুটি। ২৫ রানে ফিরেছেন ওপেনার পার্থিব প্যাটেল। এরপরে ১০৮ রানের জুটি গড়েন ভিরাট কোহলি এবং আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স।

৪৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ৮৪ রান করে বিদায় নেন কোহলি। এর একটু পরে দলীয় ১৮৫ রানে বিদায় নেন ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬৩ রান।
শেষদিকে মার্কাস স্টয়নিসের ১৩ বলে ২৮ রানের সুবাদে বড় সংগ্রহ দাড়া করায় ব্যাঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ফিরেছেন সুনিল নারিন (১০)। এরপরে ৬৫ রানের জুটি গড়েন রবিন উথাপ্পা এবং ক্রিস লিন।
২৫ বলে ৩৩ রান করে ফিরে যান উথাপ্পা। এর কিছুক্ষণ পর ফিরে যান লিনও (৩১ বলে ৪৩ রান)। এরপর নিতিশ রানার ২৩ বলে ৩৭ এবং অধিনায়ক দিনেশ কার্তিকের ১৫ বলে ১৯ রানের সুবাদে ম্যাচেই থাকে কলকাতা।
শেষ দিকে আন্দ্রে রাসেলের অতিমানবীয় ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয় ব্যাঙ্গালুরুর। ১৩ বলে একটি চার ও সাতটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান রাসেল।
রাসেল যখন খেলতে নামেন তখন ২৮ বলে ৬৮ রান প্রয়োজন ছিল কলকাতার। কিন্তু পাঁচ বল হাতে রেখেই দলকে জিতিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ- ২০৫/৩ (২০ ওভার)
(কোহলি ৮৪, ভিলিয়ার্স ৬৩; রানা ১/২২)
কলকাতা নাইট রাইডার্সঃ- ২০৬/৫ (১৯.১ ওভার)
(রাসেল ৪৮*, লিন ৪৩; নেগি ২/২১)