রশিদের পছন্দ 'হেলিকপ্টার শট'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুধু বল হাতেই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে ব্যাট হাতেও চমক দেখিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি হেলিকপ্টার শট খেলতে পছন্দ করে।
রশিদ বলেছেন বোলিং ভালোবাসলেও, তাঁর পছন্দের শীর্ষে রয়েছে হেলিকপ্টার শট। মূলত সমর্থকদের জন্যই এই শট খেলতে পছন্দ করেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।

'আমি আমার বোলিংকে ভালোবাসি, কিন্তু মনে হয় আমি হেলিকপ্টার শট খেলতেও ভালোবাসি। এটি এমন কিছু ... বিশেষ করে ভক্তদের জন্য, তারা এটি পছন্দ করে, তারা প্রতিটি ম্যাচে দেখতে চায়।'
ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী তাঁর ছেলেবেলার বন্ধু সন্তোষের কাছ থেকে এই হেলিকপ্টার শট শিখেছিলেন। এরপর ধোনী নিজেই এটাকে আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় করে তোলেন।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে জফরা আর্চারের বলে হেলিকপ্টার শটে হায়দ্রাবাদকে জিতিয়েছিলেন রশিদ। এরপরই শুরু হয় তাঁর এই শট নিয়ে আলোচনা। রশিদ জানিয়েছেন, ব্যাটিং ডিপার্টমেন্টে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন তিনি।
'তাই আমি যতটা সম্ভব খেলতে চেষ্টা করছি, কারন আপনারা এটা ভালোবাসেন। আমি এর জন্য কঠোর পরিশ্রম করছি এবং এখন পর্যন্ত এটা ভালোই হচ্ছে। যখনই আমি দলের জন্য কিছু করার সুযোগ পাই ব্যাটিং ডিপার্টমেন্টে, আমি সর্বদা চেষ্টা করি আমার সেরাটা দেয়ার।'