শীর্ষ স্থান ধরে রাখলেন ফরহাদ রেজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা। এখন পর্যন্ত ডিপিএলের নবম রাউন্ড শেষে ডানহাতি এই পেসারের শিকার ৯ ম্যাচে ২৫টি উইকেট। ৪.৭২ ইকোনমি রেট এবং ১৪.৯৬ গড়ে বোলিং করা রেজা রয়েছেন বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকার শীর্ষে।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ১৯ বছর বয়সী পেসার রবিউল হক আছেন দ্বিতীয় স্থানে। ৪.৮৩ ইকোনমি রেটে বোলিং করে মোট ৯ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় ১৯.৮৫। রবিউলের পর তৃতীয় স্থানটি দখলে রেখেছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দেলোয়ার হোসেন।

ডান হাতি এই পেসার এখন পর্যন্ত ৮টি ম্যাচে তুলে নিয়েছেন ১৬টি উইকেট। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৯৯ এবং গড় ১৫.১৮। সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে হাসান মুরাদ এবং কামরুল ইসলাম রাব্বি।
বিকেএসপির হয়ে খেলা বাঁহাতি স্পিনার মুরাদ ৯ ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন। তবে তাঁর বোলিং ইকোনমি ৩.৮৩ হলেও গড় ২০.৩৭। গাজি গ্রুপ ক্রিকেটার্সের পেসার কামরুল ইসলাম রাব্বিও বর্তমানে আছেন বল হাতে দারুণ ফর্মে।
৯ ম্যাচে রাব্বির শিকার মোট ১৫টি উইকেট। যেখানে ৫.৩৪ ইকোনমি এবং ২৭ গড়ে বোলিং করেছেন তিনি। এছাড়া শীর্ষ দশ বোলারের তালিকায় আরও আছেন সালাউদ্দিন শাকিল, মোহাম্মদ শরিফ, শরিফুল ইসলাম, মুক্তার আলি এবং নাজমুল ইসলাম।